কুমিল্লাসোমবার, ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি মৃত্যু

প্রতিবেদক
Palash Khandakar
নভেম্বর ১২, ২০২৩ ৭:১০ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৩৫) বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছে। রবিবার দুপুরে মরদেহটি ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে রেলওয়ে পুলিশ।

গত রাতে সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের ক্ষুদ্র বি বাড়িয়া নামক এলাকায় এই ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে ফাঁড়ির (ইনচার্জ) এস.আই. মো. হাতেম আলী ভূঁইয়া বলেন, গত রাত সাড়ে ১১টা দিকে ক্ষুদ্র বি বাড়িয়া নামক এলাকার রেললাইনে অজ্ঞাত ট্রেনে কাটে পড়ে এক অজ্ঞাত ব্যক্তি নিহত হয়েছে।

ইতিমধ্যে ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালের মর্গে পাঠিয়েছি। ওই ব্যক্তির পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে ফিঙ্গার প্রিন্ট নিতে বলা হয়েছে।