কুমিল্লাবৃহস্পতিবার, ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ব্রাহ্মণপাড়া সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যানের মৃত্যুবার্ষিকী পালিত

প্রতিবেদক
Palash Khandakar
সেপ্টেম্বর ১৭, ২০২৩ ৩:৩৬ অপরাহ্ণ
Link Copied!

মো: নাঈম সরকার, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি:

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা বরেণ্য রাজনীতিবিদ ব্রাহ্মণপাড়া উপজেলার সাবেক চেয়ারম্যান কুমিল্লা দক্ষিন জেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের সাহেবের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে শশীদল আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের কলেজে গত ১৬ সেপ্টেম্বর শনিবার বিকেল ৩ ঘটিকায় স্মরণ ও দোয়ার আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু তাহেরের করব জিয়ারত ও দোয়া করা হয়। মরহুম এর ছোট ভাই বর্তমান ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের এর সভাপতিত্বে উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শরীফুল ইসলাম এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের উপদেষ্টা সৈয়দ আব্দুল কাফী, উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা, পিপি অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান, বুড়িচং উপজেলার চেয়ারম্যান আখলাক হায়দার, বুড়িচং উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট রেজাউল করিম, সদর ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান হাজী জসিম উদ্দিন, শিদলাই ইউনিয়ন এর চেয়ারম্যান সাইফুল ইসলাম আলাউল (আকবর), সাহেবাবাদ ইউনিয়ন এর চেয়ারম্যান মনিরুল ইসলাম চৌধুরী, শশীদল ইউনিয়ন এর চেয়ারম্যান আতিকুর রহমান রিয়াদসহ বুড়িচং- ব্রাহ্মণপাড়ার বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান ও ইউপি সদস্যবৃন্দ।

এছাড়াও বুড়িচং ব্রাহ্মণপাড়ার সকল রাজনৈতিক নেত্রীবৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে মরহুম আবু তাহের সাবেবের স্মরণে বিশেষ দোয়া পরিচালনা করে সামসুদ্দোহা বারী পীর সাহেব।