কুমিল্লামঙ্গলবার, ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ব্রাহ্মণপাড়ায় মোঃ আলী হুসাইন সাগর মানব কল্যাণ ফাউন্ডেশন এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

প্রতিবেদক
Palash Khandakar
আগস্ট ৯, ২০২৫ ৭:০৩ অপরাহ্ণ
Link Copied!

মো: নাঈম সরকার

ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়ন এর বেগমাবাদ মোঃ আলী হোসেন সাগর মানবকল্যাণ ফাউন্ডেশন এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার বাদ জুম্মা বেগমাবাদ কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেশ ব্যাপী অসুস্থ রোগী এবং মুসলিম উম্মাহর রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা আতিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মন্ডলী ও সদস্য বৃন্দ এবং এলাকাবাসী।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো: আলী হোসেন সাগর বলেন ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমরা একজন অসুস্থ ব্যক্তিকে চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান করেছি এবং একজন অসহায় মেয়ের বিয়ের জন্য নগদ অর্থ প্রদান করেছি।

এছাড়া আমাদের সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে এলাকায় সামাজিক উন্নয়নে কাজ করা এবং গরীব, দুস্থ ও অসহায় মানুষের জন্য সেবা প্রদান করা। এবং আমরা আমাদের সংগঠনের মাধ্যমে প্রতি বছর ফ্রি মেডিকেল ক্যাম্প করে থাকি। আমাদের এই ধারাবাহিক কার্যক্রম চলমান থাকবে।