মো: নাঈম সরকার, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি:
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানায় হাসান (২০) নামে একজন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে।
শনিবার (০২ সেপ্টেম্বর) কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যে মারা যায়।
হাসান ব্রাহ্মণপাড়া থানার শশীদল ইউনিয়ন ০১ নং ওয়ার্ড সাজঘর দক্ষিণপাড়া বাছির মুন্সি বাড়ি (ফকির বাড়ি) মোঃ নুরুল ইসলাম এর ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, হাসান মানসিক প্রতিবন্ধী ছিল। তার কিছুদিন পূর্বে জ্বর হয় স্বাভাবিক জ্বর ভেবে তাকে প্রাথমিক চিকিৎসা করা হয় পরে জ্বর না কমাতে তাকে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে পরীক্ষা করার পড় ডেঙ্গুজ্বর চিহ্নিত হয়। তাৎক্ষণিক কর্তব্যরত ডাক্তার তাকে কুমিল্লা মেডিকেল কলেজে প্রেরণ করেন। শনিবার সকাল ১০ ঘটিকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। একই দিনে শনিবার বিকেলে জানাজা শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। তার অকাল মৃত্যুতে এলাকাবাসী মধ্যে শোকর ছায়া নেমে আসে।












