ডেস্ক রিপোর্ট:
২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে লাতিন আমেরিকা অঞ্চলে ব্রাজিলের শুরুটা মোটেও প্রত্যাশামতো হয়নি। অক্টোবরের ফিকশ্চারের আগে এমনটাই মনে হচ্ছিল যে হয়তো বিশ্বকাপে খেলা নিয়ে সংকটে পড়বে সেলেসাওরা। তবে পরপর দুইটি জয় তাদের অবস্থান পাল্টে দেয়। চিলির বিপক্ষে ২-১ এবং পেরুর বিপক্ষে ৪-০ ব্যবধানে জিতে পুনরায় শক্ত অবস্থানে ফিরে আসে দরিভাল জুনিয়রের শিষ্যরা। ১০ ম্যাচ শেষে উরুগুয়ের সমান ১৬ পয়েন্ট নিয়ে সেরা চারে জায়গা করে নেয় ব্রাজিল।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৩টায় ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে ভেনেজুয়েলার মুখোমুখি হবে ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা ভেনেজুয়েলার এস্তাদিও মনুমেন্টাল দে মাতুরিনে খেলতে নামবে। এ মাসের পরবর্তী ম্যাচে ঘরের মাঠ ফন্টে নোভা অ্যারেনায় উরুগুয়ের বিপক্ষে লড়বে ব্রাজিল।
ইনজুরির কারণে চলতি মাসের দুই ম্যাচে ব্রাজিলের স্কোয়াড থেকে বাদ পড়েছেন রদ্রিগো। গত বছর অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে নেইমারের ইনজুরির পর থেকে রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ডই ব্রাজিলের ১০ নম্বর জার্সি পরে আসছিলেন।
রদ্রিগো ইনজুরিতে পড়ায় বিখ্যাত ১০ নম্বর জার্সি নিয়ে শুরু হয় নানা আলোচনা। ব্রাজিলের আগামী দুই ম্যাচে কে পরবে রোনাল্ডো, কাকা, রোনালদিনহো ও নেইমারদের ঐতিহ্যবাহী জার্সি, তা অবশেষে পরিষ্কার করেছেন কোচ দরিভাল জুনিয়র।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে কোচ দরিভাল জানান, ব্রাজিলের ১০ নম্বর জার্সি এবার রাফিনহার গায়ে থাকবে। এই সিদ্ধান্তে অনেক সেলেসাও সমর্থক খুশি হয়েছেন।
বর্তমানে দারুণ ফর্মে আছেন বার্সেলোনার এই ২৭ বছর বয়সী ফরোয়ার্ড। চলতি মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগে মোট ১৭ ম্যাচে ১২ গোল ও ১০টি অ্যাসিস্ট করেছেন তিনি।
জাতীয় দলের হয়ে পেরুর বিপক্ষে ৪-০ গোলে জয়ের ম্যাচে জোড়া গোল করেছিলেন রাফিনহা। এবারের বাছাই পর্বে সাত ম্যাচে তার নামের পাশে ৩টি গোল এবং ২টি অ্যাসিস্ট রয়েছে।
আজ ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে পরিসংখ্যানের ওপর নির্ভর করেই ব্রাজিলকে এগিয়ে রাখতে হবে। কারণ, ভেনেজুয়েলার মাঠে এখন পর্যন্ত খেলা ৩৯টি ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে ব্রাজিল।
যদিও পরিসংখ্যান অনুকূলে, তবে ভেনেজুয়েলার উন্নতির প্রেক্ষিতে ব্রাজিল কতটা নির্ভার হয়ে খেলতে পারবে, তা নিয়ে সংশয় থেকেই যায়।