বিশ্বকাপের আসল মঞ্চে মাঠে নামার আগে ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন কুশল মেন্ডিস। গুয়াহাটিতে আফগানিস্তান বোলারদের বেদম পিটিয়ে ১৫৮ রানের টর্নেডো ইনিংস খেলেছেন শ্রীলঙ্কার এই ব্যাটার। চার-ছক্কার ফুলঝুরি ছুটিয়ে মাত্র ৫৯ বলে বিধ্বংসী সেঞ্চুরিটি করেছেন তিনি। মাত্র ৮৭ বলে ১৫৮ রানের এই সাইক্লোন ইনিংসে ৯টি ছক্কার সঙ্গে চার মেরেছেন তিনি ১৯টি।
স্ট্রাইকরেটও ঈর্ষণীয়―১৮১.৬০। বিশ্বকাপের নিজেদের শেষ ওয়ার্ম আপ ম্যাচে এ প্রতিবেদন লেখার সময় ৩০ ওভারে শ্রীলঙ্কার স্কোর ছিল ২ উইকেটে ২৪০। এর অর্ধেকের বেশি রান (৬৫ শতাংশ) একা করেছেন মেন্ডিস। শ্রীলঙ্কার স্কোরবোর্ডে ওভারপিছু রান উঠেছে ৮ করে।
৩২ রানে ব্যাট করছিলেন সাদিরা সামারাবিক্রমা। আর ৩০ রান করে আউট হন পাথুম নিশাঙ্কা। মোট আটজন বোলার ব্যবহার করেছে আফগানিস্তান। সতীর্থদের উদার হাতে রান দেওয়ার মাঝেও উজ্জ্বল ব্যতিক্রম মুজিব উর রহমান।
৪ ওভারে মোটে ১২ রান খরচায় দিমুথ করুণারত্নের উইকেটটি নিয়েছেন এই আফগান লেগ স্পিনার। ক্রিকইনফো