কুমিল্লাবৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

‘ব্যর্থ প্রেম’ বিষয়ক উপদেষ্টা, যা বললেন বাপ্পারাজ

প্রতিবেদক
Palash Khandakar
নভেম্বর ১৫, ২০২৪ ৩:৪৫ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও ব্যবসায়ী সেখ বশির উদ্দিনকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নিয়োগের খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা-সমালোচনা চলছে। এই নিয়েই রম্যবিষয়ক অনলাইন প্ল্যাটফর্ম ‘ইয়ার্কি’ মজার ছলে বিভিন্ন ক্ষেত্রের উপদেষ্টা হিসেবে কারা কারা উপযুক্ত হতে পারেন, তা নিয়ে কয়েকটি ফটো কার্ড প্রকাশ করেছে।

এর মধ্যে একটি কার্ডে ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা বাপ্পারাজকে “ব্যর্থ প্রেমবিষয়ক উপদেষ্টা” হিসেবে উল্লেখ করা হয়। এই কার্ডটি বাপ্পারাজের নজরে এলে তিনি সেটি নিজের ফেসবুক পেজে শেয়ার করেন। নিজের প্রতিক্রিয়া জানিয়ে তিনি লেখেন, “যেভাবেই হোক, মানুষ আমাকে মনে রেখেছে, আজকেও মনে করে। একজন শিল্পীর জীবনে এর চেয়ে বড় পুরস্কার আর কী হতে পারে!”

তার এই পোস্টে ভক্তরা অনেক ইতিবাচক মন্তব্য করেছেন। এক ভক্ত মন্তব্যে লেখেন, “আপনি আপনার চরিত্রগুলো পর্দায় এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন বলেই মানুষ আপনাকে ব্যর্থ প্রেমের ক্ষেত্রে অপরিহার্য মনে করে এবং স্মরণ করে। ভবিষ্যতেও স্মরণ করবে।”

তবে পোস্টটি দেওয়ার ২২ ঘণ্টা পরে বাপ্পারাজ সেটি ডিলিট করে দেন।

উল্লেখ্য, বাপ্পারাজ এখন অভিনয়ে নিয়মিত নন। তিনি পরিবার এবং ব্যবসা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তার অভিনীত উল্লেখযোগ্য ত্রিভুজ প্রেমের সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘প্রেমের সমাধি’, ‘প্রেমগীত’, ‘হারানো প্রেম’, ‘ভুলোনা আমায়’, ‘বুক ভরা ভালোবাসা’, ‘ভালোবাসা কারে কয়’। এসব সিনেমা তাকে এনে দিয়েছে ব্যাপক জনপ্রিয়তা।

এ ছাড়া তিনি ‘বাবা কেন চাকর’, ‘সন্তান যখন শত্রু’, ‘সৎ ভাই’, ‘জবাব চাই’ সিনেমার মতো গল্পপ্রধান চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকের মন জয় করেছেন।

সর্বশেষ, বাপ্পারাজ ‘পোড়ামন ২’ সিনেমায় সিয়ামের বড় ভাইয়ের চরিত্রে অভিনয় করেন। সেই চরিত্রেও তার অভিনয় প্রশংসিত হয়।