ডেস্ক রিপোর্ট:
বৈরুতের মধ্যাঞ্চলে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় এখন পর্যন্ত ১১ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
লেবাননের নিরাপত্তা সূত্র রয়টার্সকে জানিয়েছে, ৮ তলা একটি ভবনে চারটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। বাঙ্কার ভেদ করার মতো ক্ষেপণাস্ত্র দিয়েও হামলা চালিয়েছে ইসরায়েল।
গত সেপ্টেম্বরে বৈরুতের দক্ষিণাঞ্চলে হামলায় হিজবুল্লাহর জ্যেষ্ঠ নেতা হাসান নাসরুল্লাহসহ গুরুত্বপূর্ণ নেতাদের হত্যা করতে বাঙ্কার বিধ্বংসী অস্ত্র ব্যবহার করে আসছে ইসরায়েল।
শনিবারের ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে রাজধানী। হামলায় গভীর গর্তের সৃষ্টি হয়। এরপর কয়েক ঘণ্টা ধরে বিস্ফোরকের তীব্র গন্ধ ছিল বাতাসে।
লেবাননের বৈরুত থেকে এএফপি জানায়, ইসরায়েলি সামরিক বিমানগুলো ঘোবেইরির কাছে বৈরুতের দক্ষিণ শহরতলি টার্গেট করে এক দফা হামলা চালায়। প্রথম হামলাটি হয় স্থানীয় সময় মধ্যরাতের ঠিক আগে।
বৈরুতের মধ্য ও পূর্বাঞ্চলে এএফপি’র সাংবাদিকরা অন্তত তিনটি বিস্ফোরণের শব্দ শুনেছেন, যার একটি বিস্ফোরণ অবশিষ্টগুলোর চেয়ে অনেক বেশি শক্তিশালী।
এএফপি টিভির চিত্রগুলোতে অন্তত দুটি পৃথক স্থানে ধোঁয়ার কুন্ডলি উঠতে দেখা গেছে। এলাকাটিতে ইসরায়েল নিয়মিত বোমা হামলা চালিয়ে আসছে।
এর আগে গতকাল শুক্রবার বৈরুতের দক্ষিণে বিমান হামলায় একটি ১১তলা বিশিষ্ট ভবন ধ্বংস হয়ে যায়।