কুমিল্লাবুধবার, ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বুড়িচংয়ে হাতের লেখা প্রতিযোগিতায় দুই শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণ

প্রতিবেদক
Palash Khandakar
সেপ্টেম্বর ২২, ২০২৩ ৪:৪৫ অপরাহ্ণ
Link Copied!

মো: নাঈম সরকার, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি:

কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায় শিক্ষা ও সংস্কৃতিতে এগিয়ে থাকা এক আদর্শ গ্রাম যদুপুর। উত্তরসূরিদের দেখানো পথেই ঐতিহ্যবাহী যদুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যদুপুর স্বদেশ ও প্রবাসী কল্যাণ পরিষদের আয়োজনে কুমিল্লা জিলা স্কুল ও ফয়জুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সহ বুড়িচং উপজেলার স্বনামধন্য অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা।

উক্ত প্রতিযোগিতায় প্রায় দুই শতাধিক মেধাবী ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে । সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় সার্বিকভাবে যারা সহযোগিতা করেছেন ভরসার উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মনিরুল ইসলাম, যদুপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সাবেক সর্বাধিকবার নির্বাচিত সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জাহিদুল ইসলাম, হাতের লেখা প্রতিযোগিতার উদ্যোক্তা সদস্য মোঃ কামাল হোসেন মোঃ ফারুক আহমেদ প্রতিযোগিতায় পরীক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন মোঃ মামুনুল ইসলাম, সহকারী শিক্ষক যদুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোঃ আব্দুর রব অধ্যক্ষ আয়েশা একাডেমী যদুপুর, মোসাম্মৎ হাসনাহেনা ,সহকারী শিক্ষক সৌন্দ্রম সরকারি প্রাথমিক,
মোহাম্মাদ নূরুন্নবী,পরিচালক মাস্টার আইটি এন্ড ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট, মোঃ কামরুল হোসেন সুমন,সহকারী শিক্ষক ভরসা উচ্চ বিদ্যালয়, মোঃ মোহাসিমুল হক, মোসা: শরিফা আক্তার ও শিক্ষার্থীদের সচেতন অভিভাবকবৃন্দ।