কুমিল্লাবুধবার, ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বুড়িচংয়ে বাসা-বাড়ি ছেড়ে আসতে রাজি হচ্ছেন না বন্যার্তরা

প্রতিবেদক
Palash Khandakar
আগস্ট ২৪, ২০২৪ ৭:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

ভয়াবহ বন্যায় আক্রান্ত কুমিল্লার বেশিরভাগ অঞ্চল। এসব অঞ্চলে পানিবন্দি অন্তত ১০ লাখ মানুষ। তবে তাদেরকে নিরাপদ আশ্রয়ে নিতে বেগ পেতে হচ্ছে উদ্ধারকর্মীদের।

শনিবার (২৪ আগস্ট) দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলার ভরাসার এলাকায় বেশ কয়েকজন উদ্ধারকর্মী এমন অভিযোগ করেন।

কুমিল্লা শহর থেকে আশা উদ্ধারকর্মী সাদমান হোসেন জানান, পানিতে আটকে পড়া মানুষদেরকে উদ্ধার করতে গিয়ে বেগ পেতে হচ্ছে। মানুষ তাদের বাসা-বাড়ি ছেড়ে আসতে চাচ্ছে না। বেশিরভাগ মানুষ তাদের বসতি ছেড়ে আসতে রাজি নয়। আমরা অনেক অনুরোধ করেও অনেক মানুষকে আনতে পারিনি।

তাসফিন নামে আরেক কর্মী জানায়, পানিতে আটকে পড়া অনেককে অনুরোধ করেও উদ্ধার করে আনা সম্ভব হয়নি। উদ্ধারকর্মী থাকলেও নৌকা ও স্পিড বোটের সংকটে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।