ডেস্ক রিপোর্ট:
কুমিল্লার বুড়িচংয়ে অপ্রাপ্তবয়স্ক মেয়েকে পরিবারের অমতে বিয়ে দেওয়াকে কেন্দ্র করে স্ত্রীর সঙ্গে দ্বন্দ্বের জেরে স্বামী আত্মহত্যা করার অভিযোগ ওঠেছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের রামপুর পোস্ট অফিস এলাকায় এ ঘটনা ঘটে।
শুক্রবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শহীদুল্লাহ প্রধান।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার রামপুর এলাকার কাঠমিস্ত্রি শামীম হোসেনের (৩৬) সঙ্গে প্রায় ১৬ বছর আগে চান্দিনা উপজেলার কাশিমপুর গ্রামের নসু মিয়ার মেয়ে জেসমিন আক্তারের বিয়ে হয়।
দাম্পত্য জীবনে তাদের দুই মেয়ে রয়েছে। সম্প্রতি তাদের বড় মেয়ে তাসফিয়া আক্তারকে (১৪) তার মা এক আত্মীয়ের সঙ্গে বিয়ে দেন। এরই জেরে শামীম হোসেন ও জেসমিনের মধ্যে দ্বন্দ্ব চলছিল। পরে গত কোরবানির ঈদের সময় জেসমিন ছোট মেয়ে তানজিনা আক্তারকে (৫) নিয়ে তার বাবার বাড়িতে চলে যান।
বহুবার চেষ্টা করেও তাকে স্বামীর বাড়িতে ফিরিয়ে আনা সম্ভব হয়নি। এতে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র সম্পর্কের টানাপড়েন দেখা দেয়।
পরিবারের সদস্যরা জানায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নাশতা করে শামীম নিজের ঘরের দরজা ও জানালা বন্ধ করে ঘুমাতে যান। সারাদিন ঘুম থেকে না ওঠায় সন্ধ্যায় তার মা সাহেরা বেগম তাকে ডাকাডাকি করেন।
কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা খুলে দেখেন শামীম ঘরের তীরের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে ঝুলছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
এ বিষয়ে বুড়িচং থানাধীন দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শহীদুল্লাহ প্রধান জানান, ‘বৃহস্পতিবার রাত ৮টার দিকে লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। ওই দিন সকাল ৮টা থেকে বিকেল ৬টার মধ্যে আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা করছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক দ্বন্দ্বের জেরেই তিনি আত্মহত্যা করেছেন।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে। শুক্রবার বিকেলে লাশটির ময়নাতদন্তের শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’












