কুমিল্লাসোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বাস করে প্রতারণার শিকার অহনা রহমান!

প্রতিবেদক
Palash Khandakar
ডিসেম্বর ২৩, ২০২৪ ১:২৩ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

অভিনেত্রী অহনা রহমান নাটক ও সিনেমায় কাজ করেছেন। তবে নাটকেই তিনি স্থায়ীভাবে কাজ করছেন। বর্তমানে টিভি নাটকে তাকে খুব একটা দেখা যায় না। তিনি মূলত ইউটিউবকেন্দ্রিক নাটকে বেশি ব্যস্ত।

সম্প্রতি ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত একটি নাটকে অভিনয় করেছেন তিনি। নাটকটির নাম ‘মায়ায় বন্দি’, পরিচালনা করেছেন জিয়া উদ্দিন আলম এবং রচনা করেছেন আসাদুজ্জামান সোহাগ।

এই নাটকে অহনা একজন যৌনকর্মীর চরিত্রে অভিনয় করেছেন। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি এমন কিছু কাজ করতে চাই যা মানুষের হৃদয় ছুঁয়ে যাবে। এই নাটকটির গল্প একদমই আলাদা। এটিকে লাভ স্টোরি কিংবা সেড স্টোরি বলা যায়।

নাটকে অতিরিক্ত সন্দেহপ্রবণ একজন মানুষের জীবনে কীভাবে অন্ধকার নেমে আসে, তা দেখানো হয়েছে। পাশাপাশি, যখন একজন মানুষ আশ্রয়ের জন্য কারও কাছে যায় এবং সেই আশ্রয়ের জায়গাটি দুর্বল হয়ে পড়ে, তখন সেই মানুষের অনুভূতিগুলো কতটা গভীরভাবে আঘাতপ্রাপ্ত হয়, তা ফুটিয়ে তোলা হয়েছে। বিশ্বাসভঙ্গের পর জীবনের পরিণতি কী হতে পারে, সেটিও নাটকে তুলে ধরা হয়েছে। দর্শকরা এটি দেখলে বাস্তব জীবনের একটি চিত্র দেখতে পাবেন। আমি আশাবাদী, সবার ভালো লাগবে।’

নাটকটিতে অহনার সহশিল্পী হিসেবে কাজ করেছেন অভিনেতা আবু হুরায়রা তানভীর।

এদিকে অহনা রহমানের বিয়ে এবং গর্ভবতী হওয়া নিয়ে গুঞ্জন শোনা গেলেও তিনি এ বিষয়ে স্পষ্টভাবে অস্বীকার করে বিবৃতি দিয়েছেন।