কুমিল্লাবৃহস্পতিবার, ১৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিপিএলে বরিশালের জার্সিতে দেখা যাবে আফ্রিদিকে

প্রতিবেদক
Palash Khandakar
ডিসেম্বর ১৯, ২০২৪ ১২:০৩ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

আর মাত্র কয়েক দিন পর শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর। চলতি মাসের শেষ সপ্তাহেই জমকালো এই টুর্নামেন্টের পর্দা উঠবে। টুর্নামেন্টটির বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। প্রতি বছরই দল গঠনে চমক দেখায় বরিশাল, আর এবারও তার ব্যতিক্রম হয়নি।

ডেভিড মিলারের পর এবার বরিশালের জার্সিতে দেখা যাবে পাকিস্তানের তারকা পেসার শাহীন শাহ আফ্রিদিকে। এটি বরিশাল সমর্থকদের জন্য বড় একটি চমক।

বুধবার (১৮ ডিসেম্বর) এক বিবৃতির মাধ্যমে শাহীনকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল কর্তৃপক্ষ। তবে বিপিএলের শুরু থেকেই তাকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে। কারণ, ৩০ ডিসেম্বর থেকে শুরু হওয়া বিপিএলের সময় পাকিস্তান দলের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ রয়েছে। জাতীয় দলের এই ব্যস্ততার কারণে শুরু থেকে শাহীনের খেলার সম্ভাবনা কম।

যদি টেস্ট দলে জায়গা পান, তবে শাহীনকে ৭ জানুয়ারির পরে বিপিএলে পাওয়া যাবে। পিসিবি থেকে ছাড়পত্র পাওয়ার পরই বরিশাল তাকে দলে ভিড়িয়েছে। এবারের বিপিএলে খেলার জন্য পাকিস্তানের ছয়জন ক্রিকেটার ছাড়পত্র পেয়েছেন। তারা হলেন শাহীন শাহ আফ্রিদি, জাহানদাদ খান, ফাহিম আশরাফ, মোহাম্মদ নাওয়াজ, হায়দার আলী এবং উসমান খান।

এই ছয়জনের মধ্যে ফাহিম, নাওয়াজ এবং হায়দারকে পুরো আসরের জন্য খেলার অনুমতি দিয়েছে পিসিবি। তবে শাহীন এবং উসমানকে আংশিক সময়ের জন্য অনাপত্তিপত্র দেওয়া হয়েছে। শাহীন ১৫ জানুয়ারি পর্যন্ত এবং উসমান ২৫ জানুয়ারি পর্যন্ত বিপিএলে খেলতে পারবেন।

ফরচুন বরিশালের হয়ে শাহীন ছাড়াও খেলবেন জাহানদাদ এবং ফাহিম। বরিশালের এমন শক্তিশালী স্কোয়াড তাদের ভক্তদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে।