কুমিল্লাবৃহস্পতিবার, ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিতর্কে জড়িয়ে জরিমানার কবলে আফগান কোচ-ক্রিকেটার

প্রতিবেদক
Palash Khandakar
জুলাই ১৭, ২০২৩ ৭:২২ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

আম্পায়ারের সঙ্গে বিতর্কে জড়িয়ে জরিমানার কবলে পড়েছেন দলটির প্রধান কোচ জোনাথন ট্রট ও আজমতউল্লাহ ওমরজাই।

এই দুজনই আইসিসির কোড অব কন্ডাক্টের লেভেল ওয়ানের অপরাধ করেছেন। এরফলে তাদের ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করেছেন ম্যাচ রেফারি।

মূলত ম্যাচের বিরতির সময় আম্পায়ারদের সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়েছিলেন ট্রট। মাঠেই প্রতিক্রিয়া দেখিয়েছিলেন তিনি। এ কারণেই জরিমানা গুনতে হচ্ছে তাকে।

অন্যদিকে ওমরজাই ১৫তম ওভারের সময় তাওহীদ হৃদয়কে আউট করার পর তাকে ইঙ্গিত করে অশোভন আচরণ করেছিলেন। তাতে আইসিসির কোড অব কন্ডাক্টের ২.৫ অনুচ্ছেদ ভঙ্গ হয়েছে। এর ফলে তাকেও জরিমানা গুণতে হচ্ছে।