ডেস্ক রিপোর্ট:
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) জানিয়েছেন, বিডিআর হত্যাকাণ্ডে ন্যায়বিচার নিশ্চিত করতে আগামী ৫ কার্যদিবসের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিডিআর হত্যাকাণ্ড সম্পর্কে এক বিশেষ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত এবং ন্যায়বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার সম্পূর্ণভাবে বদ্ধপরিকর। এই লক্ষ্যে সরকার গঠনের পর থেকেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত হিসেবে শুরু থেকেই পুনঃতদন্ত এবং ন্যায়বিচার দাবি করে আসছি, শুধু মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নয়, একজন সাধারণ নাগরিক এবং সেনাবাহিনীর প্রাক্তন সদস্য হিসেবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বিডিআর হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করতে আগামী ৫ কার্যদিবসের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। এই কমিটি অবসরপ্রাপ্ত বিচারক, সিভিল সার্ভিস, সশস্ত্র বাহিনী ও পুলিশের অবসরপ্রাপ্ত সদস্যদের নিয়ে গঠিত হবে। কমিটির সদস্য সংখ্যা ৫, ৭ অথবা ৯ জন হতে পারে, তবে এতে সশস্ত্র বাহিনীর সদস্য সংখ্যা বেশি থাকবে।
তিনি আরও বলেন, নতুন তদন্ত কমিটি গঠনের ব্যাপারে আদালত পুনঃতদন্তের আদেশ দিতে পারে এবং মন্ত্রণালয়ও নতুন কমিটি গঠন করবে। তবে কমিটি প্রতিবেদন জমা দেওয়ার সময়সূচি পরে জানানো হবে, এবং কাজের পরিধি নির্ধারণের পর এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। কমিটি যদি মনে করে যে, কমিশন গঠন প্রয়োজন, তাহলে সেটি করা হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, আইন মন্ত্রণালয়ের সঙ্গে এ বিষয়ে কোনো বিভ্রান্তি নেই। কমিটি বসার সময় আইন উপদেষ্টার সঙ্গে আলোচনা হবে এবং প্রয়োজনে আইন মন্ত্রণালয়ের মতামত আবারও নেওয়া হবে।