ছবি: ইন্ডিয়া টুডে
ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী হিমেশ রেশমিয়ার বাবা বিপিন রেশমিয়ার মৃত্যু ঘটেছে। বুধবার মুম্বাইয়ের একটি হাসপাতালে ৮৭ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, বিপিন রেশমিয়া দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন, বিশেষ করে শ্বাসকষ্টের সমস্যায়। এজন্য তাকে মুম্বাইয়ের একটি বিখ্যাত হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
বিপিন রেশমিয়ার শেষকৃত্য বৃহস্পতিবার মুম্বাইয়ের জুহুতে সম্পন্ন হবে বলে জানা গেছে।
বলিউডে হিমেশ রেশমিয়া একটি জনপ্রিয় নাম। ইমরান হাশমির অভিনয় ও হিমেশের গানের সংমিশ্রণ দর্শকদের মুগ্ধ করেছিল। বিশেষ করে ‘আশিক বানায়া আপনে’ গানের মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন।
হিমেশ তার বাবাকে বন্ধু হিসেবে দেখতেন। একবার এক সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেছিলেন, তার সংগীতের প্রতি ভালোবাসা ও সফলতার পেছনে তার বাবার বিশাল অবদান রয়েছে।
বিপিন রেশমিয়া ছোটবেলা থেকেই তার ছেলের সংগীত প্রতিভা নিয়ে গর্বিত ছিলেন। নিজের সংগীত পরিচালক হওয়ার স্বপ্ন তিনি পরিত্যাগ করেন শুধু হিমেশকে সংগীত শিক্ষায় মনোনিবেশ করানোর জন্য।
এদিকে, বছরের শুরু থেকেই ভারতের বিনোদন জগতে একের পর এক শোক সংবাদ আসছে। গত বুধবার প্রয়াত হন তামিল অভিনেত্রী সিআইডি শকুন্তলা। তার মৃত্যুতে ফিল্ম ইন্ডাস্ট্রি শোকাহত। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।