ডেস্ক রিপোর্ট:
বাংলাদেশ পুলিশের চারজন উপ-মহাপরিদর্শক (ডিআইজি) কে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। রোববার (২৩ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
বাধ্যতামূলক অবসরে পাঠানো চার কর্মকর্তা হলেন: অ্যান্টি টেরোরিজম ইউনিটের ডিআইজি মো. নিশারুল আরিফ, নৌ পুলিশের ডিআইজি মো. আব্দুল কুদ্দুছ আমিন, হাইওয়ে পুলিশের ডিআইজি মো. আজাদ মিয়া এবং আমেনা বেগম।
রাজনৈতিক পটপরিবর্তনের পর এ চারজনকে পুলিশের বিভিন্ন ইউনিটে সংযুক্ত করা হয়েছিল। তবে সংযুক্ত থাকা অবস্থায় তাদের কোনো অপারেশনাল দায়িত্ব দেওয়া হয়নি।
এদের মধ্যে আমেনা বেগম ২০১৮ সালের নির্বাচনের সময় নরসিংদীর এসপি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। নিশারুল আরিফ রাজশাহীর ডিআইজি এবং সিলেট মহানগর পুলিশ কমিশনারের দায়িত্বে ছিলেন। ২০১৪ সালের নির্বাচনের সময় আজাদ মিয়া কক্সবাজারে এবং আব্দুল কুদ্দুস আমিন গোপালগঞ্জের এসপি হিসেবে কর্মরত ছিলেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন)-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে এ চারজনকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। তারা বিধি অনুযায়ী অবসরজনিত সকল সুবিধা পাবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, রাজনৈতিক পটপরিবর্তনের পর এ চারজনসহ প্রায় ৪০ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এছাড়াও আরও কয়েকজন কর্মকর্তাকে অবসরে পাঠানোর তালিকায় রাখা হয়েছে বলে জানা গেছে।