ডেস্ক রিপোর্ট:
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চলতি বছরের আগস্ট মাসে ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরের সূচি ঘোষণা করেছে। এই সফরে ভারত ও বাংলাদেশের মধ্যে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১৫ এপ্রিল) বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিরিজের সময়সূচি প্রকাশ করে।
বিসিবির ঘোষণা অনুযায়ী, ভারতীয় দল আগামী ১৩ আগস্ট বাংলাদেশে আসবে। এরপর ১৭ আগস্ট ঢাকার মিরপুরে অবস্থিত শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে ম্যাচ খেলা হবে। দ্বিতীয় ওয়ানডে ম্যাচও একই ভেন্যুতে ২০ আগস্ট অনুষ্ঠিত হবে। সিরিজের তৃতীয় ও চূড়ান্ত ওয়ানডে ম্যাচটি ২৩ আগস্ট চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে (বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম) খেলা হবে।
ওয়ানডে সিরিজ শেষে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। প্রথম টি-টোয়েন্টি ম্যাচ ২৬ আগস্ট চট্টগ্রামের একই মাঠে হবে। এরপর দলটি আবার ঢাকায় ফিরে আসবে। দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ যথাক্রমে ২৯ আগস্ট ও ৩১ আগস্ট মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরী সুজন এই সিরিজ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “বাংলাদেশের মাটিতে এই প্রথম বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ খেলা হবে। আমরা আশা করছি, সিরিজটি হবে অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ এবং ক্রিকেট ভক্তরা উপভোগ করবেন।”
এই সফর শেষে ভারতীয় দল ১ সেপ্টেম্বর বাংলাদেশ ত্যাগ করবে। তবে ম্যাচ শুরুর সঠিক সময় এখনো চূড়ান্ত হয়নি।
বাংলাদেশ-ভারত ওয়ানডে সিরিজ | ||
তারিখ | ম্যাচ | ভেন্যু |
১৭ আগস্ট | ১ম ওয়ানডে | মিরপুর |
২০ আগস্ট | ২য় ওয়ানডে | মিরপুর |
২৩ আগস্ট | ৩য় ওয়ানডে | চট্টগ্রাম |
বাংলাদেশ-ভারত টি টোয়েন্টি সিরিজ | ||
২৬ আগস্ট | ১ম টি টোয়েন্টি | চট্টগ্রাম |
২৯ আগস্ট | ২য় টি টোয়েন্টি | মিরপুর |
৩১ আগস্ট | ৩য় টি টোয়েন্টি | মিরপুর |