কুমিল্লারবিবার, ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি নাঙ্গলকোট শাখার নবগঠিত কমিটির অভিষেক

প্রতিবেদক
Palash Khandakar
অক্টোবর ২৫, ২০২৫ ৬:৪৯ অপরাহ্ণ
Link Copied!

রাশেদ হোসাইন, নাঙ্গলকোট:

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি নাঙ্গলকোট উপজেলা শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান শনিবার সকালে এ আর হাইস্কুলে অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

আদ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র  সহকারী শিক্ষক নুর মোহাম্মদ সাইফুল্লাহ সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট পৌরসভা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন নয়ন। বেল্টা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা আব্দুস ছাত্তার মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এনাম ভূইয়া, জেলা শিক্ষক সমিতির সভাপতি লুৎফুন নাহার লিপি,কুমিল্লা জেলা প্রাবিস শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি জালাল আহমেদ, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির অনুষ্ঠানে শেষে নাঙ্গলকোট উপজেলার প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির নুর মোহাম্মদ সাইফুল্লাহ কে সাধারণ সম্পাদক মাহবুবুল হক এবং সৈয়দ আব্দুল বসির কে সাংগঠনিক সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।