কুমিল্লাশনিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ টাইগার্সের স্কোয়াডে তামিম

প্রতিবেদক
Palash Khandakar
ফেব্রুয়ারি ১৬, ২০২৫ ১১:৪১ পূর্বাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

বিশ্বজুড়ে এখন জমজমাট ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের আসর। প্রায় বছরজুড়েই বিভিন্ন দেশে কোনো না কোনো টুর্নামেন্ট চলতে থাকে, যেখানে ব্যস্ত থাকেন ক্রিকেটাররা। এর মধ্যেই এবার যুক্ত হয়েছে আরেকটি নতুন টুর্নামেন্ট, যেখানে অংশ নেবেন অবসরপ্রাপ্ত একসময়ের ক্রিকেট তারকারা।

এই নতুন টুর্নামেন্টের নাম এশিয়ান লিজেন্ডস লিগ। এতে অংশ নেবে পাঁচটি দল। টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে ভারতে, আগামী ১০ মার্চ থেকে শুরু হয়ে ১৮ মার্চ পর্যন্ত চলবে। এই প্রতিযোগিতায় বাংলাদেশের একটি দলও খেলবে, যার নাম বাংলাদেশ টাইগার্স।

এই দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ক্রিকেটার হার্শেল গিবস। তার দলে খেলবেন সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া বাংলাদেশের সেরা ওপেনার তামিম ইকবাল। এছাড়াও দলের আইকনিক খেলোয়াড় হিসেবে রয়েছেন মোহাম্মদ আশরাফুল।

টুর্নামেন্টের ড্রাফট ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। গতকাল ভারতের নয়াদিল্লিতে ড্রাফট অনুষ্ঠিত হয়, যেখানে নিয়ম অনুযায়ী নিবন্ধিত খেলোয়াড়রা দল পেয়েছেন। সেখানেই বাংলাদেশ টাইগার্সের হয়ে দল পেয়েছেন তামিম ইকবাল ও মোহাম্মদ আশরাফুল। এছাড়াও বাংলাদেশ জাতীয় দলের হয়ে একসময় খেলা আরও বেশ কয়েকজন ক্রিকেটার এই দলের স্কোয়াডে রয়েছেন।

বাংলাদেশ টাইগার্স তাদের প্রথম ম্যাচ খেলবে ১০ মার্চ সন্ধ্যা ৭টায় ইন্ডিয়ান রয়্যালস-এর বিপক্ষে। এরপর ১১ মার্চ আফগানিস্তান পাঠানস, ১২ মার্চ এশিয়ান স্টারস এবং ১৪ মার্চ শ্রীলঙ্কান লায়ন্স-এর বিপক্ষে ম্যাচ খেলবে তারা। দুটি এলিমিনেটর ও কোয়ালিফায়ার রাউন্ড শেষে ১৮ মার্চ অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।

বাংলাদেশ টাইগার্স স্কোয়াড:
মোহাম্মদ আশরাফুল, তামিম ইকবাল, নাঈম ইসলাম, নাদিফ চৌধুরী, আরিফুল হক, জিয়াউর রহমান, নাজিমউদ্দিন, তুষার ইমরান, ধীমান ঘোষ (উইকেটরক্ষক), মেহেদী মারুফ, আবুল হাসান রাজু, মুক্তার আলী, ইলিয়াস সানি, জুবাইর হোসেন লিখন, শফিউল ইসলাম, অলক কাপালি।