কুমিল্লাবুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশের ১৮ কোটি মানুষ চুপ করে বসে থাকবে না: নৌপরিবহন উপদেষ্টা

প্রতিবেদক
Palash Khandakar
ডিসেম্বর ৩, ২০২৪ ৪:২৮ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে অস্থিরতা সৃষ্টির যে কোনো চেষ্টা সফল হবে না বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, বাংলাদেশের ১৮ কোটি মানুষ চুপ করে বসে থাকবে না।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) নারায়ণগঞ্জ নদী বন্দরের একটি প্রকল্প পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। ভারতীয় কিছু গণমাধ্যম ও রাজনৈতিক নেতারা এই অস্থিরতা সৃষ্টির পেছনে ইঙ্গিত দিচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

সাখাওয়াত হোসেন বলেন, ভারত-বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট হলে ভারতই ক্ষতিগ্রস্ত হবে, বাংলাদেশ নয়।

এছাড়া দেশের অর্থনীতির অন্যতম খাত পোশাক শিল্প নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। তিনি বলেন, গার্মেন্টস কারখানা বন্ধের পেছনে শ্রমিকদের দোষারোপ করলে হবে না, সরকার বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। যেসব কারখানা ঋণগ্রস্ত এবং যেসব মালিক অনুপস্থিত রয়েছেন, তাদের বিষয়ে আগামী সপ্তাহে নির্দেশনা দেওয়া হবে।

নারায়ণগঞ্জ নদী বন্দরের মাল্টিপল জেটি ও আধুনিক লঞ্চঘাট নির্মাণ পরিদর্শনের সময় তিনি বলেন, নদী রক্ষায় নৌ মন্ত্রণালয় সব ধরনের ব্যবস্থা নেবে। এ সময় নৌপরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হামলার ঘটনা ঘটে। হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি সংগঠনের সদস্যরা সোমবার সহকারী হাইকমিশন প্রাঙ্গণে প্রবেশ করে হামলা চালায়। এই ঘটনায় তিনজন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত এবং সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। ঘটনাটিকে ‘দুঃখজনক’ বলে উল্লেখ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।