কুমিল্লাশনিবার, ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশি সমর্থকদের ‘ভুয়া, ভুয়া’ স্লোগানে হতাশ ড্যারেন স্যামি

প্রতিবেদক
Palash Khandakar
নভেম্বর ১, ২০২৫ ১:১৫ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:


ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে শেষ ম্যাচেও হারের পর গ্যালারি থেকে নিজেদের ক্রিকেটারদের উদ্দেশে সমর্থকদের ‘ভুয়া,ভুয়া’ স্লোগান দেয়াটা নজর কেড়েছে সবার।

ম্যাচ শেষে ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন স্যামি এই আচরণ নিয়ে হতাশা প্রকাশ করেছেন এবং দলকে আরও বেশি সমর্থন দেয়ার পরামর্শ দিয়েছেন।

টানা চার টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর এই হারে সমর্থকরা হতাশ হলেও, স্যামি মনে করেন নেতিবাচক প্রতিক্রিয়া দলের জন্য ভালো কিছু বয়ে আনে না। তিনি বলেন, ‘আমি শুনেছি তারা নিজেদের খেলোয়াড়দের উদ্দেশ্য করে ‘ভুয়া, ভুয়া’ দিচ্ছে। কিন্তু একটা কথা বলব, যখন আপনি নিজের দেশকে সমর্থন দিতে মাঠে আসেন, তখন আপনি তার ভক্ত। সব খেলোয়াড়ই চেষ্টা করে ভালো খেলতে। তাদের মনোবল ভাঙার মতো আচরণ না করে বরং তাদের পাশে দাঁড়ানো উচিত।’

স্যামি আরও যোগ করেন, খারাপ দিন বা ভুল হলে তখনই দলের সমর্থন ও সাহস দরকার। এমন সমর্থন পেলে দল আরও ভালোভাবে ফিরে আসবে। প্রসঙ্গত, দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হলেও, বাংলাদেশ এর আগে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল।