কুমিল্লাবৃহস্পতিবার, ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশিদের উল্টো করে ঝুলিয়ে রাখার হুমকি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর

প্রতিবেদক
Palash Khandakar
সেপ্টেম্বর ২২, ২০২৪ ৩:৩২ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হুমকি দিয়েছেন যে, বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের খুঁজে বের করে উল্টো ঝুলিয়ে রাখা হবে। শুক্রবার ঝাড়খণ্ডে বিজেপির আয়োজিত একটি নির্বাচনী সমাবেশে তিনি এই হুমকি দেন।

অমিত শাহ বলেছেন, যদি ঝাড়খণ্ডে বিজেপি সরকার গঠন করতে পারে, তবে প্রতিটি বাংলাদেশি অনুপ্রবেশকারীকে খুঁজে বের করে কড়া পদক্ষেপ নেওয়া হবে। তিনি ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার ‘পরিবর্তন যাত্রা’ নামক একটি পদযাত্রার উদ্বোধনী ভাষণে এই মন্তব্য করেন। অমিত শাহ উল্লেখ করেন, রাজ্যের প্রতিটি গ্রামে আগামী ২ অক্টোবর পর্যন্ত এই পরিবর্তন যাত্রা অনুষ্ঠিত হবে এবং এর মাধ্যমে জনগণকে পরিবর্তনের বার্তা দেওয়া হবে।

এছাড়া, তিনি ঝাড়খণ্ডের মানুষদের বিজেপিকে সমর্থন করে সরকার গঠনে সহায়তা করার আহ্বান জানান। এ সময় তিনি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনরায় উল্লেখ করেন এবং অনুপ্রবেশকারীদের ক্রমবর্ধমান সংখ্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

অমিত শাহ আরও বলেন, “এই জমি আদিবাসীদের। কিন্তু অনুপ্রবেশকারীদের সংখ্যা বাড়ছে। আদিবাসীদের সংখ্যা ৪৪ শতাংশ থেকে কমে ২৮ শতাংশে নেমে এসেছে।” তিনি অভিযোগ করেন যে, ঝাড়খণ্ডে বর্তমান সরকার জনকল্যাণের পরিবর্তে অনুপ্রবেশকারীদের স্বার্থে কাজ করছে।

পাশাপাশি, পাকুর জেলায় হিন্দুদের “ঝাড়খণ্ড ছেড়ে চলে যাও” স্লোগান দেওয়ার অভিযোগও করেন তিনি। হেমন্ত সরেন নেতৃত্বাধীন ঝাড়খণ্ডের বর্তমান জোট সরকারকে দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকার বলে আখ্যা দেন অমিত শাহ।

সূত্র: দ্য টেলিগ্রাফ