কুমিল্লাশুক্রবার, ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশগামী ৩টি আন্তর্জাতিক ফ্লাইটের রুট পরিবর্তন

প্রতিবেদক
Palash Khandakar
মে ৭, ২০২৫ ৫:৩০ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশের আকাশসীমার নিরাপত্তা বিবেচনায় পাকিস্তান-ভারত যুদ্ধের প্রভাবে তিনটি আন্তর্জাতিক ফ্লাইটের রুট পরিবর্তন করা হয়েছে। বুধবার (৭ মে) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রুট পরিবর্তন করা ফ্লাইটগুলো হলো— টার্কিশ এয়ারলাইন্স, জাজিরা এয়ারওয়েজ ও কুয়েত এয়ারওয়েজের। তুরস্ক থেকে ঢাকায় আসার পথে টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটটি পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে ওমানের মুসকাট আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতি করে। এছাড়া, জাজিরা এয়ারওয়েজের একটি ফ্লাইট দুবাইয়ে অবতরণ করে এবং অপর একটি ফ্লাইট কুয়েতে ফিরে যায়।

কামরুল ইসলাম আরও জানান, রুট পরিবর্তনের পর ফ্লাইটগুলো বুধবার সকালে ঢাকার শাহজালাল বিমানবন্দরে পৌঁছাতে শুরু করেছে। তিনি বলেন, বর্তমানে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।