কুমিল্লাশনিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বসন্ত বাতাসে বেনারসিতে উত্তাপ ছড়ালেন জয়া আহসান

প্রতিবেদক
Palash Khandakar
ফেব্রুয়ারি ২০, ২০২৫ ২:৫৯ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

প্রায় যেকোনো পোশাকে মানানসই হয়ে ওঠেন জয়া আহসান। কয়েক দিন আগে সবুজ ব্লাউজের সঙ্গে লাল বেনারসির এক চমৎকার কম্বিনেশনে দেখা গিয়েছিল তাকে। ঐতিহ্যবাহী গয়না আর হাতে ধূপ-ধোঁয়ার আয়োজন নিয়ে তিনি অনুরাগীদের মুগ্ধ করেছিলেন। বৃহস্পতিবার সকালেও তিনি আবারও সবাইকে মুগ্ধ করেন।

সেদিনের ফটোশুটেই আবারও দেখা মিলল তার, তবে এবার তিনি আগের চেয়ে কিছুটা খোলামেলা অবতারে উপস্থিত হয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে চারটি ছবির কোলাজে মোট ১১টি ছবি পোস্ট করেন জয়া। ছবিগুলোতে দেখা যায়, একটি নদীর পাড়ে দাঁড়িয়ে আছেন অভিনেত্রী। সিঁড়ির পাড়ে আবির ফেলে পা দিয়ে নাড়ছেন, আবার নদীর পানিতেও পা ডুবিয়েছেন তিনি। ছবিগুলোর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমি রক্তাক্ত, আমি ব্যথিত; তুমি আমাকে দেখো, ইচ্ছে না করলে দেখবে না। তুমি চাইলে আমি অদৃশ্য হব, সাগরের ওপারে চলে যাব।’

জয়াকে এমন অবতারে দেখে অনুরাগীদের মধ্যে নানা রকম মন্তব্য উঠে আসছে। কেউ বলছেন, ‘আমার দেখা সেরা সুন্দরী।’ কেউ লিখেছেন, ‘ছোটবেলা থেকে দেখছি, একই রকম রয়েছেন জয়া আহসান।’ আবার কারো মন্তব্য, ‘১৬ বছরের মেয়ের মতো দেখাচ্ছে।’

দুই বাংলার জনপ্রিয় অভিনয়শিল্পী জয়া আহসান বর্তমানে নেদারল্যান্ডসে অবস্থান করছেন। সেখানে রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হচ্ছে। জয়া আহসান অভিনীত কলকাতার সিনেমা ‘পুতুল নাচের ইতিকথা’ এই উৎসবে মূল প্রতিযোগিতায় অংশ নিয়েছে। নেদারল্যান্ডস থেকে জয়া আহসান গণমাধ্যমকে বলেন, অনেক দর্শক ‘পুতুল নাচের ইতিকথা’ দেখেছেন এবং সিনেমাটি এখানকার দর্শকদের খুব পছন্দ হয়েছে। তিনি আরও বলেন, প্রচুর প্রশংসা পেয়েছেন।