কুমিল্লামঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বর্তমানে বাংলাদেশে সম্পূর্ণ বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে: ট্রাম্প

প্রতিবেদক
Palash Khandakar
নভেম্বর ১, ২০২৪ ১০:০৮ পূর্বাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান এবং অন্যান্য সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে কড়া সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, বর্তমানে বাংলাদেশে সম্পূর্ণ বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে।

৩১ অক্টোবর বৃহস্পতিবার এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত পোস্টে তিনি এসব অভিযোগ তুলে বাংলাদেশের সমালোচনা করেন।

ট্রাম্প তার পোস্টে লিখেছেন, “বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর যে বর্বরোচিত সহিংসতা চালানো হচ্ছে, তার তীব্র নিন্দা জানাচ্ছি। সংঘবদ্ধভাবে তাদের ওপর হামলা এবং লুটপাট চলছে। বাংলাদেশ এখন সম্পূর্ণ বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে রয়েছে।”

তিনি আরও বলেন, তার সময়ে এমন পরিস্থিতি দেখা যায়নি। ট্রাম্প উল্লেখ করেন, “কমলা (হ্যারিস) ও জো (বাইডেন) আমেরিকা ও বিশ্বজুড়ে হিন্দুদের উপেক্ষা করেছেন। তারা ইসরায়েল থেকে ইউক্রেন এবং আমাদের দক্ষিণ সীমান্তের জন্য বিপর্যয় হয়ে দাঁড়িয়েছেন। তবে আমরা যুক্তরাষ্ট্রকে আবারও শক্তিশালী করবো এবং শক্তি দিয়ে শান্তি পুনঃপ্রতিষ্ঠা করবো।”

ট্রাম্প আরও বলেন, “উগ্র বামপন্থিদের হাত থেকে যুক্তরাষ্ট্রের হিন্দুদের রক্ষা করবো। তাদের স্বাধীনতার জন্য আমরা লড়াই করবো। আমার প্রশাসনের অধীনে ভারত এবং আমার ভালো বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আমাদের বৃহত্তর অংশীদারত্ব আরও মজবুত করবো।”

ট্রাম্প দাবি করেন, “উচ্চ কর এবং নতুন বিধিনিষেধ আরোপ করে কমলা হ্যারিস ক্ষুদ্র ব্যবসাগুলো ধ্বংস করবেন। আমি কর এবং বিধিনিষেধ কমিয়ে যুক্তরাষ্ট্রের শক্তি বৃদ্ধির মাধ্যমে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী অর্থনীতি গড়ে তুলেছি। অতীতের যেকোনো সময়ের চেয়ে আরও বড় ও উন্নতভাবে আমরা তা আবার করবো, এবং যুক্তরাষ্ট্রকে আবার মহান করবো।”

পোস্টের শেষে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে ট্রাম্প বলেন, “আশা করি, আলোর এই উৎসব অশুভকে দূর করে মঙ্গল বয়ে আনবে।”