নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নির্দেশে কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বন্যা কবলিত হতদরিদ্র দুইশত মানুষের মাঝে চাল, ডাল, আলু পেঁয়াজ বিতরণ করা হয়।
বুধবার (৯ আগস্ট) বিকাল ৪ টায় কক্সবাজার পৌরসভার ২ নং ওয়ার্ডের নুনিয়াছড়ায় এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের শিখিয়েছেন কিভাবে দুর্যোগ দূর্বিপাকে বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে হয়। দেশের বিত্তশালী মানুষের পাশাপাশি স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি নেতা কর্মীকে বন্যা কবলিত হত দরিদ্র অসহায় মানুষের পাশে থাকার আহবান জানিয়েছেন তিনি।”
এসময় আরও উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুত কমিটির সাবেক আহবায়ক মোঃ রহিম উদ্দিন, সদস্য সচিব অ্যাড. একরামুল হুদা, সদস্য রুস্তম আলী চৌধুরী, জয়নাল আবেদীন, আলী আহমদ, মোরশেদ হোসেন তানিম, পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুর রহমান ও সাধারণ সম্পাদক ওসমান সরোয়ার আলম প্রমুখ।