কুমিল্লামঙ্গলবার, ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বন্যার কারণে কুমিল্লা বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা ১২ আগস্ট

প্রতিবেদক
Palash Khandakar
জুলাই ২১, ২০২৫ ১১:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

বন্যার কারণে গত ১০ জুলাইয়ের স্থগিত হওয়া কুমিল্লা শিক্ষাবোর্ডের এইচএসসি পরীক্ষা আগামী ১২ আগস্ট সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

রোববার (২০) জুলাই বিকেলে কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাছরিন বিষয়টি নিশ্চিত করেন।

শিক্ষাবোর্ড সূত্রে জানা যায়, চলতি জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহের শুরুতে টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা ঢলে বৃহত্তর কুমিল্লার কয়েকটি জেলা প্লাবিত হতে থাকে। তার মধ্যে ফেনী ও নোয়াখালী জেলার কয়েকটি উপজেলায় বন্যার পরিস্থিতি অবনতি হতে থাকলে গত ১০ জুলাইয়ের পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) ১ম পত্র, হিসাববিজ্ঞান ১ম পত্র এবং যুক্তিবিদ্যা ১ম পত্র পরীক্ষা স্থগিত করা হয়। রোববার দুপুরে স্থগিত হওয়া সেসব বিষয়ের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করে শিক্ষাবোর্ড।

কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক শামছুল ইসলাম বলেন, বর্তমান আবহাওয়া পরিস্থিতি ভালোর দিকে থাকায় স্থগিত হওয়া পরীক্ষা আগামী ১২ আগস্ট সকাল ১০টায় নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করেন তিনি।