কুমিল্লাশনিবার, ২৬শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ফেনীর পরশুরাম সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ২ বাংলাদেশি যুবক

প্রতিবেদক
Palash Khandakar
জুলাই ২৫, ২০২৫ ৪:১৫ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

ফেনীর পরশুরাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলার বাসপদুয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জাকির হোসেন মিল্লাত পরশুরাম পৌরসভার বাসপদুয়া এলাকার ইউছুফ মিয়ার ছেলে ও মোহাম্মদ লিটন একই গ্রামের গাছি মিয়ার ছেলে। আফসার নামে আরো একজন গুলিবিদ্ধ হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

মিল্লাতের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালে রয়েছে। অপরদিকে লিটনকে গুলিবিদ্ধ অবস্থায় ভারতের ত্রিপুরা রাজ্যের বিলোনিয়ার মহকুমা হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ভারতের বিলোনিয়া শহরে কর্মরত সাংবাদিকরা বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে পৌর এলাকার বাসপদুয়া সীমান্ত এলাকায় মিল্লাত, লিটন ও আফছার গেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি করে।

এ সময় গুরুতর আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মিল্লাতের। অন্যদিকে লিটনকে গুলিবিদ্ধ অবস্থায় ভারতের বিলোনিয়া হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
নিহতদের পরিবারের দাবি—লিটন, মিল্লাত ও আফসার মাছ ধরতে বাসপদুয়া সীমান্ত এলাকায় যায়।

নিহত মিল্লাতের মা পারভিন আক্তার বলেন, তার ছেলে মাছ ধরতে সীমান্ত এলাকায় যায়। এ সময় বিএসএফ তাদের গুলি করে হত্যা করে।

ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নয়ন চন্দ্র দেবনাথ জানান, গুলিবিদ্ধ দুজনকে রাত ২টা ২০ মিনিটের দিকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে মিল্লাত নামের একজন আগেই মারা যায়। আফসার নামের একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম জানায়, বৃহস্পতিবার রাতে মিল্লাত ও আফসার নামে দুজন সীমান্ত এলাকায় গেলে তাদের লক্ষ্য করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গুলি করে। এ সময় লিটন নামে একজনকে গুলি করে হত্যা করে মরদেহ ভারতে নিয়ে যায়। মিল্লাত নামের একজন ফেনী সদর হাসপাতালে মারা যান। অপরজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪ ব্যাটালিয়নের ফেনীস্থ অধিনায়ক লে. কর্নেল মো. মোশারফ হোসেন জানান, বাংলাদেশি যুবকরা পৌর এলাকার বাসপদুয়া গ্রামের সীমান্ত পিলার ২১৬৪/৩ এস অতিক্রম করে ভারতে ঢুকে গেলে বিএসএফ তাদের গুলি করে। এসময় মিল্লাত নামের একজন হাসপাতালে নেওয়ার পর নিহত হয়েছেন। লিটন নামের আরো এক বাংলাদেশি যুবকের মরদেহ বিএসএফ নিয়ে গেছে। গুরুতর আহত একজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।