ডেস্ক রিপোর্ট:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। রোববার (৭ সেপ্টেম্বর) ভোরে মহাসড়কের ফেনীর লেমুয়া হাফিজিয়া লালপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ, ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভোর পাঁচটার দিকে শ্যামলী পরিবহনের একটি বাস ফেনীর দিকে আসছিল। পথিমধ্যে লেমুয়া লালপুল হাফেজিয়া মাদরাসার সামনে বাসটি ওইখানে পূর্বে থেকে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পিছন থেকে ধাক্কা দেয়। এতে গাড়ি দুটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলে একজন নিহত হন ও দুইজন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরেকজনকে মৃত ঘোষণা করেন। আহত ও নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
ফেনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিনিয়র স্টেশন অফিসার মো. আবদুল মজিদ জানায়, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে গাড়ি থেকে আহত ও নিহতদের উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠায়।
ফেনী মহিপাল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ জানায়, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে গাড়ি দুটি সরিয়ে আহত ও নিহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে। তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।












