কুমিল্লামঙ্গলবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ফেনীতে সড়ক দুর্ঘটনায়, কুমিল্লার ছেলে নিহত

প্রতিবেদক
Palash Khandakar
সেপ্টেম্বর ২২, ২০২৫ ৩:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

ফেনীতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মিনি কাভার্ড ভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় কাভার্ড ভ্যানের হেলপার রুবেল (২৮) নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় কাভার্ড ভ্যানচালক রিয়াদ মিয়া (২৮) গুরুতরভাবে আহত হয়ে ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সোমবার রাত সাড়ে ৩টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মহিপালের চাড়িপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত কুমিল্লার দেবীদ্বার উপজেলার মতলব থানার শিবপুর গ্রামের মৃত আবদুল লতিফের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মিনি কাভার্ড ভ্যানটি চাকায় হাওয়া দেওয়ার জন্য চাড়িপুর নামক স্থানে রাস্তার পাশে দাড়াঁয়। এসময় পেছন দিক থেকে একটি দ্রুতগতির ট্রাক ধাক্কা দিলে কার্ভাড ভ্যানের হেলপার রুবেল ও চালক রিয়াদ গুরুতরভাবে আহত হন। পরে হাইওয়ে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে দ্রুত ফেনী সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক হেলপার রুবেলকে মৃত ঘোষণা করেন। আহত চালককে হাসপাতলে ভর্তি করা হয়।

পুলিশ ঘাতক ট্রাকসহ ড্রাইভার ইসমাঈল হোসেনকে (২৬) গ্রেপ্তার করেছে।

ফেনী হাইওয়ে পুলিশের ওসি মো. হারুন অর রশিদ সড়ক দুঘর্টনায় একজনের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, ‘ঘাতক ট্রাক ও ড্রাইভারকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’