ডেস্ক রিপোর্ট:
বাংলাদেশ ফুটবলে একরাশ স্বস্তির বাতাস নিয়েই এসেছিলেন হামজা চৌধুরী ও শমিত সোম। তবে তাদের ঘরের মাঠে ‘অভিষেক’টা ভালো হয়নি তাদের। এবার তার ছাপ পড়ল ফিফা র্যাঙ্কিংয়ে। বৃহস্পতিবার প্রকাশিত র্যাঙ্কিংয়ে দেখা গেছে, বাংলাদেশ পিছিয়ে গেছে তাতে।
বাংলাদেশ গেল ফিফা উইন্ডোয় খেলেছে দুই ম্যাচ। দুটো ম্যাচই খেলেছে জাতীয় স্টেডিয়ামে। ঘরের মাঠে ভুটানের বিপক্ষে অভিষেক ম্যাচে হামজা ৬ মিনিটেই পেয়ে যান গোলের দেখা। এরপর ভুটানকে বাংলাদেশ হারিয়েছে ২-০ গোলে।
তবে সিঙ্গাপুরের বিপক্ষে পরের ম্যাচে বাংলাদেশ জিততে পারেনি। দারুণ লড়াই করেও হেরেছে ২-১ গোলে।
সেই এক হারই বাংলাদেশকে পিছিয়ে দিয়েছে র্যাঙ্কিংয়ে। সবশেষ উইন্ডোর আগে বাংলাদেশ ছিল ১৮৩তম স্থানে। আজ ঘোষিত ফিফা র্যাঙ্কিংয়ে দেখা গেছে, এক ধাপ নেমে অবস্থান করছে ১৮৪ নম্বরে।
এর আগে মার্চ উইন্ডোয় ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল বাংলাদেশ। সেই ড্রয়ের ফলে ১৮৫তম অবস্থান থেকে কোচ হাভিয়ের কাবরেরার দল উঠে এসেছিল র্যাঙ্কিংয়ের ১৮৩-তে।
বাংলাদেশকে হারিয়ে সিঙ্গাপুরের উন্নতি হয়েছে দুই ধাপ। তারা ১৬১ থেকে এখন ১৫৯ নম্বরে অবস্থান করছে।
শুধু বাংলাদেশ নয় অবশ্য, শ্রীলঙ্কা বাদে দক্ষিণ এশিয়ার সব দেশই পিছিয়েছে। শ্রীলঙ্কা সবশেষ উইন্ডোয় ১৮৫তম স্থানে থাকা ব্রুনেই ও ১৬৬-এ থাকা চীনা তাইপেকে হারিয়েছিল। ফলে লঙ্কানরা এগিয়েছে ৪ ধাপ। আছে তালিকার ১৯৬তম অবস্থানে।
লঙ্কানরা বাদে ভারত পিছিয়েছে ৬ ধাপ, পাকিস্তান নেমেছে ৩ ধাপ, ভুটান পিছিয়েছে ৪ ধাপ, নেপাল পিছিয়েছে ১ ধাপ, মালদ্বীপ পিছিয়েছে ৭ ধাপ।
এবারের র্যাঙ্কিং হালনাগাদে সবচেয়ে বেশি এগিয়েছে কোস্টারিকা। বিশ্বকাপ বাছাইপর্ব ও কনকাকাফ গোল্ড কাপে অপরাজিত থেকে শেষ আটে খেলেছে দলটা। তার ফলে ১৪ ধাপ এগিয়ে তারা পৌঁছে গেছে ৪০তম স্থানে।
এদিকে র্যাঙ্কিংয়ের শীর্ষে আছে আর্জেন্টিনাই। শীর্ষ পাঁচেও বদল নেই। ২ থেকে ৫-এ আছে যথাক্রমে– স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড ও ব্রাজিল। উয়েফা নেশন্স লিগ জেতা পর্তুগাল উঠে এসেছে তালিকার ষষ্ঠ স্থানে।