ডেস্ক রিপোর্ট:
গণিতে ফলাফল বিপর্যয়ের কারণে এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ও জিপিএ ৫ কমেছে। তবে বিগত সালের থেকে এ বছরের পরীক্ষা গুণগত ও মানসম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ২টায় কুমিল্লা শিক্ষা বোর্ডের অডিটেরিয়ামে সংবাদ সম্মেলনে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামছুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি জানায়, কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনী এই ছয় জেলার ১ হাজার ৭৯৯ শিক্ষাপ্রতিষ্ঠানের ১ লাখ ৬৭ হাজার ৫৭২ পরীক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে।
এর মধ্যে মেয়ে ৭৯ হাজার ৭৩৪ জন এবং ছেলে ৬৯ হাজার ৮৩৮ জন। এদের মধ্যে পাস করেছে ১ লাখ ৬৫ হাজার ৫৮১ জন।
এবার মোট পাসের হার ৬৩ দশমিক ৬০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৯০২ জন।
জিপিএ ৫ প্রাপ্তদের মধ্যে ছেলে ৪ হাজার ৪০৭ জন। আর মেয়ে পরীক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৪৯৫ জন। এ বছর পরীক্ষা চলাকালীন বিভিন্ন কারণে ৪৮ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছিল।
প্রফেসর মো. শামছুল ইসলাম জানান, ‘এ বছর ফেল করা পরীক্ষার্থীদের মধ্যে বেশির ভাগই গণিতে খারাপ করেছে।
যার কারণে এ বছর বোর্ডের ফলাফল কিছুটা খারাপ হয়েছে। তবে বিগত সালের থেকে এ বছরের পরীক্ষা গুণগত ও মানসম্পন্ন হয়েছে। সে কারণে কিছুটা প্রভাব পড়েছে।’