কুমিল্লাসোমবার, ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ফজরের নামাজের যাওয়ার পথে ট্রাকচাপায় প্রবাসী নিহত

প্রতিবেদক
Palash Khandakar
সেপ্টেম্বর ১৫, ২০২৫ ১১:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার চৌদ্দগ্রামে ফজরের নামাজের যাওয়ার পথে অজ্ঞাত ট্রাকের চাপায় প্রবাসী এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে চৌদ্দগ্রাম লাকসাম আঞ্চলিক সড়কে দুর্ঘটনাটি ঘটেছে।

নিহত প্রবাসী শাহজালাল (২৫) উপজেলার চান্দিশকরা গ্রামের মফিজ মিয়ার ছেলে।

চৌদ্দগ্রাম থানার ওসি হেলাল উদ্দিন আহমেদ তথ্যটি নিশ্চিত করেছেন।

নিহতের বড় ভাই শাহাদাত বলেন, আমার ভাই প্রবাসে অসুস্থ হলে চিকিৎসার জন্য দেশে আসেন। সোমবার ভোর ৫টার দিকে ফজরের নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হয়। মসজিদে যাওয়ার পথে পিছন থেকে অজ্ঞাত নামা ট্রাকচাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলে সে মারা যায়।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার উপ-পুলিশ পরিদর্শক লিটন বলেন, লাশের প্রাথমিক সুরতহাল তৈরি করা হয়েছে। সকল আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।