কুমিল্লাবৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

প্রেমের ডাকে সাড়া দিয়ে কুমিল্লায় ইন্দোনেশিয়ান তরুণী

প্রতিবেদক
Palash Khandakar
অক্টোবর ৫, ২০২৪ ১১:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার যুবক আহমদ উল্লাহ ইমতিয়াজ অপুর ভালোবাসার টানে ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশে ছুটে এসেছেন নাজিফা মুনজারিন সিনতা (২৫) নামের এক তরুণী।

শুক্রবার (৪ অক্টোবর) কুমিল্লা নগরীর একটি কনভেনশন হলে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। এর আগে ২৭ সেপ্টেম্বর বাংলাদেশে আসেন সিনতা।

নাজিফা মুনজারিন সিনতা ইন্দোনেশিয়ার মেডান রাজ্যের তেবিংতিংগি এলাকার বাসিন্দা উইলিয়াম সিনাগা ও মাসনিয়ার ডুলকের মেয়ে। মালয়েশিয়ার একটি কোম্পানিতে চাকরি করতেন তিনি। তার পরিবার খ্রিস্টান ধর্মের অনুসারী হলেও বাংলাদেশে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেন সিনতা। পরে মুসলিম রীতি অনুযায়ী তাদের বিয়ে সম্পন্ন হয়।

অপরদিকে বর আহমদ উল্লাহ ইমতিয়াজ অপু কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকার আলহাজ্ব শামসুদ্দিন আহমদ ও ফরিদা ইয়াসমিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় প্রবাস জীবন কাটাচ্ছেন এবং সেখানকার একটি কোম্পানিতে চাকরি করছেন। সেই সূত্রেই সিনতার সঙ্গে তার পরিচয়। ধীরে ধীরে তাদের বন্ধুত্ব ভালোবাসায় রূপ নেয়, যা বিয়েতে পরিণতি পায়।

অপু জানান, সিনতা বাংলাদেশে আসার আগে তার পরিবারকে সব জানিয়েছিলেন এবং তাদের সম্মতিতেই বিয়ে করেছেন। কয়েকদিন বাংলাদেশে কাটানোর পর তারা ইন্দোনেশিয়ায় ফিরে সেখানকার রীতি অনুযায়ী আবার বিয়ের আনুষ্ঠানিকতা পালন করবেন।

সিনতা বাংলায় বলতে না পারলেও ইন্দোনেশিয়ান ভাষায় সাংবাদিকদের বলেন, “বাংলাদেশের মানুষ খুবই আন্তরিক, আমি তাদের আতিথেয়তায় মুগ্ধ। সবাই আমাকে আপন করে নিয়েছে।”

অপুর মা ফরিদা ইয়াসমিন বলেন, “বিদেশি মেয়েদের মন এত সুন্দর হয় তা না দেখলে বিশ্বাস করতাম না। সিনতা খুব অল্প সময়ের মধ্যেই আমাদের পরিবারের সঙ্গে মানিয়ে নিয়েছে।”