ডেস্ক রিপোর্ট:
গত বছর জুন মাসে হঠাৎ করেই টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী হিনা খান জানতে পারেন, তার শরীরে মরণব্যাধি ক্যান্সার বাসা বেঁধেছে। হিনা বুঝতে পারেন, তিনি খুব দ্রুত শারীরিক শক্তি হারাচ্ছেন। এমনকি, তিনি নিজের চুল কেটে ন্যাড়া হয়ে যান এবং চোখের পাতাও হারাতে শুরু করেন।
তবুও তিনি হেরে যাননি। তিনি এখনও লড়াই চালিয়ে যাচ্ছেন। এই কঠিন লড়াইয়ের মধ্যেই এবার অভিনেত্রীর বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে।
সম্প্রতি একটি রান্না প্রতিযোগিতার রিয়্যালিটি শোয়ের সেটে রকির সঙ্গে হাজির হন হিনা। সেখানে তাদের এমনভাবে আপ্যায়ন করা হয়, যেন হিনা বরযাত্রী নিয়ে আসছেন। এই প্রতিযোগিতার অন্যান্য সদস্যরা যুগলকে সেটে প্রবেশ করান বরণ করে। বিয়ের পর্বে বিশেষ অতিথি হিসেবে আসেন রকি ও হিনা। এইভাবে হাত ধরে অনুষ্ঠানে প্রবেশ করতে দেখে তাদের অনুরাগীরা এখন বিয়ের আশায় দিন গুনছেন।
২০০৯ সালে ‘ইয়ে রিশতা ক্যায়া কেহেলাতা হ্যায়’ ধারাবাহিকের সেটে রকি ও হিনার প্রথম দেখা হয়। এই ধারাবাহিকের প্রযোজক ছিলেন রকি। কলকাতার একটি ব্যবসায়ী পরিবারের ছেলে রকির সঙ্গে প্রথম ধারাবাহিকেই হিনার মন দেওয়া-নেওয়া হয়ে যায়। তারপর থেকেই তারা একসঙ্গে রয়েছেন। ২০১১ সালে ‘বিগ বস’-এ প্রথমবার রকিকে দেখা যায়। এরপর বিভিন্ন জায়গায় তাদের একসঙ্গে দেখা গেছে।
গত বছর এক সাক্ষাৎকারে বিয়ের বিষয়ে হিনা জানান, তার কাছে বিয়ে শুধুই একটি আচার। এই মুহূর্তে তাদের জীবনে ক্যারিয়ারই প্রধান। আগামী দুই-তিন বছরের মধ্যে বিয়ে করার ইচ্ছার কথা জানান তিনি। কিন্তু এর মধ্যেই হিনার শরীরে কঠিন অসুখ ধরা পড়ে। তাই অভিনেত্রীর ঘনিষ্ঠজনরা মনে করছেন, অসুস্থতা নিয়েই খুব শিগগিরই তিনি তার প্রেমিক রকিকে বিয়ে করে ফেলবেন। যদিও বিয়ের বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানাননি হিনা খান। তবে তার অনুরাগীরা আশায় বুক বেঁধে রয়েছেন।