কুমিল্লামঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

প্রাথমিক ফলাফলে এগিয়ে ট্রাম্প

প্রতিবেদক
Palash Khandakar
নভেম্বর ৬, ২০২৪ ১০:০৯ পূর্বাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে, এবং বিভিন্ন অঙ্গরাজ্য থেকে ফলাফল আসতে শুরু করেছে। সর্বশেষ ফলাফলের ভিত্তিতে, রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ২০৭টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন, আর ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস ৯১টি ইলেকটোরাল ভোট পেয়েছেন। প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে কোনো প্রার্থীকে ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে ২৭০টি পেতে হবে। এই তথ্য দিয়েছে বিবিসি।

মার্কিন স্থানীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর) প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে এই ভোট হয়। এর মধ্যে ৪৩টি রাজ্য রিপাবলিকান এবং ডেমোক্রেটিক—এই দুই দলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। তবে এবারের নির্বাচনের ফলাফল নির্ধারণে বিশেষ ভূমিকা রাখবে বাকি সাতটি দোদুল্যমান অঙ্গরাজ্য, যেখানে কমলা এবং ট্রাম্পের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা আগে থেকেই দেখা যাচ্ছিল।

এখানে উল্লেখযোগ্য যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী বা পরাজিত হওয়ার বিষয়টি নির্ধারিত হয় প্রতিটি অঙ্গরাজ্যের পৃথক নির্বাচনী ফলাফলের ওপর ভিত্তি করে। যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের যেকোনো একটিতে বিজয়ী হলে সেই প্রার্থী সেই অঙ্গরাজ্যের সবকটি ইলেকটোরাল ভোট পেয়ে যাবেন।

ইলেকটোরাল কলেজের মোট ভোট সংখ্যা ৫৩৮। মাইন ও নেব্রাস্কা অঙ্গরাজ্য বাদে বাকি সব রাজ্যের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য, যেখানে যে প্রার্থী ২৭০ বা তার বেশি ভোট পাবেন, তিনিই হবেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট, আর তার রানিং মেট হবেন ভাইস প্রেসিডেন্ট।