কুমিল্লাশুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

প্রাণ বাঁচাতে মসজিদে আশ্রয় নিয়েছেন বন্যার্ত সনাতন ধর্মাবলম্বীরা

প্রতিবেদক
Palash Khandakar
আগস্ট ২৪, ২০২৪ ৩:২৪ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

উজানের পানিতে প্লাবিত হয়েছে দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা। এর মধ্যে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার সনাতন ধর্মাবলম্বী গ্রাম চান্দেরবাগ অন্যতম। সেখানে কোনো আশ্রয়কেন্দ্র না থাকায়, স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষজন জীবন রক্ষার্থে পাশের গ্রামের মসজিদে আশ্রয় নিয়েছেন।

ডাকাতিয়া নদীর তীরে অবস্থিত সীমান্তবর্তী চান্দেরবাগ গ্রামে প্রায় ২৩০ থেকে ২৫০ জন মানুষ বসবাস করেন, যার মধ্যে মাত্র দুটি মুসলিম পরিবার রয়েছে, বাকি সবাই হিন্দু। সাম্প্রতিক সময়ে টানা বৃষ্টিতে পুরো গ্রামটি প্লাবিত হয়েছে।

জানা গেছে, গ্রামের অধিকাংশ মানুষ মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। টানা বৃষ্টি ও নদীর পানি বৃদ্ধির কারণে গ্রামটি তলিয়ে গেছে। আশ্রয়কেন্দ্র না পাওয়ায় গ্রামের লোকজন পার্শ্ববর্তী গ্রামের মসজিদে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। এছাড়া, কেউ কেউ আশ্রয় নিয়েছেন বিভিন্ন বাড়ির ছাদে।

গ্রামটির বাসিন্দা গিতা রানী বলেন, পুরো গ্রাম ডুবে গেছে। কোনোরকম জীবন নিয়ে মসজিদে অবস্থান করছি। সরকারিভাবে কোনো সহায়তা এখনো পাইনি। আশেপাশের কয়েকজন মানুষ কিছু শুকনো খাবার দিয়েছে।

এ বিষয়ে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকি বলেন, আমরা বিষয়টা শুনেছি, খোঁজখবর নিয়ে সহায়তা করা হবে।