কুমিল্লাবৃহস্পতিবার, ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

প্রবাসীর বাড়িতে ডিম ভাজি করে খেতে গিয়ে ধরা খেলেন চোর

প্রতিবেদক
Palash Khandakar
আগস্ট ১৯, ২০২৩ ১০:১১ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

শরীয়তপুরে এক প্রবাসীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এসময় ডিম ভাজি করে খেতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়েছে এক চোর। তবে টের পেয়ে পালিয়ে গেছেন তার সহযোগীরা।

শুক্রবার (১৮ আগস্ট) রাত ৮টার দিকে শরীয়তপুর সদর উপজেলার তুলাসার ইউনিয়নের গুড়িপাড়া গ্রামের প্রবাসী পলাশ ফকিরের বাড়িতে এ ঘটনা ঘটে।

চুরির অভিযোগে আটক হওয়া ওই ব্যক্তির নাম সাদেক খান (২৭)। তিনি রাজধানী ঢাকার খিলগাঁও থানার বনশ্রী এলাকার মো. আলাউদ্দিন খানের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে প্রবাসে থাকেন পলাশ ফকির। তার বাড়ি বেশির ভাগ সময়ই খালি থাকে। মাঝে মধ্যে তার মা আঙ্গুরা বেগম এসে বাড়িতে থাকতেন। শুক্রবার রাত ৮টার দিকে শোভন ফকির নামে এক প্রতিবেশী পলাশ ফকিরের ঘরে মৃদু আলো দেখতে পেয়ে আঙ্গুরা বেগমকে খবর দেন। তিনি এসে ঘরের দরজা খুলে সাদেক খানকে হাতেনাতে আটক করে। তবে চোর চক্রের অন্য সদস্যরা পালিয়ে যান। পুলিশকে জানালে তারা এসে সাদেক খানকে আটক করে থানায় নিয়ে যান।

আঙ্গুরা বেগম জানান, আমার ছেলে বিদেশে থাকে। আমি বাড়িতে না থাকায় চোরেরা ঘরের টিনের চালা খুলে ভেতরে ঢুকে। পরে প্রতিবেশী ঘরের মধ্যে আলো দেখতে পেয়ে আমাকে খবর দেয়। আমি লোকজন নিয়ে গিয়ে চোরকে আটক করেছি। চোরেরা আমার ফ্রিজ থেকে তিনটি ডিম নিয়ে ভাজি করে খেয়েছে।

আঙ্গুরা বেগমের নাত জামাই সাইদ আহমেদ সবুজ জানায়, প্রতিবেশীর থেকে খবর পেয়ে এসে দেখি সব কিছু এলোমেলো। টের পেয়ে আটক হওয়া চোরের অন্য সহযোগীরা পালিয়ে গেছে। তারা ঘরে থাকা এক লাখ টাকা ও এক জোড়া কানের দুল করে নিয়ে পালিয়েছে। এ ঘটনায় আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।

এ বিষয়ে পালং মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. শরিফুল ইসলাম জানান, চুরি করার সময়ে এক ব্যক্তিকে স্থানীয়রা হাতেনাতে আটক করে। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ চোরকে থানা হেফাজতে নিয়েছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।