কুমিল্লারবিবার, ৪ঠা মে, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ৭০ টি ঘর পেলেন কুমিল্লার বন্যায় ক্ষতিগ্রস্তরা

প্রতিবেদক
Palash Khandakar
এপ্রিল ৩০, ২০২৫ ৪:৪১ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

প্রধান উপদেষ্টা কর্তৃক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় দরিদ্র গৃহহীন মানুষের নিজ বসতভিটায় বিশেষ আবাসন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার সকালে ভার্চুয়ালি প্রধান উপদেষ্টার কার্যালয়ের সাথে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গোলপাশা ইউনিয়নের কুমাল্লা গ্রামের উপকারভোগী মোঃ আলম মিয়ার বাড়ির সামনে থেকে অনুষ্ঠানটি সংযুক্ত হয়।

২০২৪ সালের বন্যায় কুমিল্লায় ক্ষতিগ্রস্ত গৃহহীনদের ৩০০ টি ঘর হস্তান্তর করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এর মধ্যে কুমিল্লা জেলার ৬টি উপজেলায় মোট ৭০টি ঘর উদ্বোধন করা হয়। জেলার বুড়িচং উপজেলায় ২৯টি, ব্রাহ্মণপাড়া উপজেলায় ১০টি, সদর দক্ষিণ উপজেলায় ৬টি, চৌদ্দগ্রাম উপজেলায় ১০টি মনোহরগঞ্জ উপজেলায় ১০টি ও নাঙ্গলকোট উপজেলায় ৫ টি আশ্রয়ণ প্রকল্পের ঘর বন্যায় ক্ষতিগ্রস্ত উপকারভোগীদের মাঝে হস্তান্তর করা হয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতায় সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশন এসব গৃহনির্মাণ বাস্তবায়ন করে।

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাসন্ডা গ্রামের এক উপকারভুগী দৃষ্টি প্রতিবন্ধী সময় সংবাদকে বলেন, বন্যায় আমার ঘর পানির নিচে তলিয়ে যায়। আমার কোন থাকার জায়গা ছিল না, নতুন করে ঘর বানানো আমাদের দ্বারা সম্ভবও ছিল না। তারপর আমি উপজেলা প্রশাসনের কাছে আবেদন করলে সেনাবাহিনী সরেজমিনে গিয়ে আমার জায়গা পরিদর্শন করে। আজ আমি নতুন ঘর পেয়েছি, আজ আমার আনন্দের সীমা নাই।

কুমিল্লা বুড়িচং উপজেলার বুরবুরিয়া গ্রামের আরেক উপকার ভুগী সময় সংবাদকে বলেন, গোমতির বাধ যেইদিক দিয়ে ভেঙেছে তার ১০০ গজ দূরে আমার বাড়ি। আমি লুঙ্গি আর গায়ের জামাটা ছাড়া কিছু নেই বের হতে পারি নাই। আমার বাড়িঘর সব শেষ হয়ে গেছিলো। আজ আমি যেই বাড়ি পেয়েছি তা ২০ বছরও কিছু হবে না। আমি প্রধান উপদেষ্টা ও সেনাবাহিনীর কাছে কৃতজ্ঞ।

বন্যা দুর্গতদের প্রতি সমবেদনা জানিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস বলেন, গত বছরের বন্যায় যে ক্ষয়ক্ষতি হয়েছে তা আমরা বুঝতে পেরেছি বন্যা শেষ হবার পর। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, কুমিল্লা নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর। বাংলাদেশ সরকারের হিসেবে আমাদের ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো যে দায়িত্ব ছিল আমরা তা পালন করেছি। বাংলাদেশ সেনাবাহিনী গৃহহীনদের এসব ঘর তৈরি করে দিয়েছে, তারাসহ সকলকে ধন্যবাদ জানাচ্ছি।

কুমিল্লা প্রান্তে বুড়িচং উপজেলার মিথিলাপুর গ্রামের আব্দুর রশিদের হাতে নতুন ঘরের চাবি তুলে দেন জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়সারসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।