কুমিল্লারবিবার, ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

প্রথম সিনেমায় অন্তরঙ্গ দীপিকা-হৃতিক

প্রতিবেদক
Palash Khandakar
ডিসেম্বর ৯, ২০২৩ ৭:০৪ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

হৃতিক ও দীপিকা জুটির প্রথম সিনেমা ‘ফাইটার’। শুক্রবার সিনেমার টিজার মুক্তি পেয়েছে। সাড়া ফেলেছে এ জুটির অন্তরঙ্গ দৃশ্য। টিজারে দেখা গেছে দীপিকা আর হৃতিকের ঠোঁটে-ঠোঁট।

বিমান বাহিনীর অফিসার চরিত্রে দীপিকা পাড়ুকোন, হৃতিক রোশন, অনিল কাপুর অভিনীত মাঝ আকাশের দুর্দান্ত লড়াইয়ের সিনেমা। যা ভারতের প্রথম অ্যারিয়েল অ্যাকশন ফিল্ম হিসেবে ঘোষণা করা হয়েছে। যার আভাস পাওয়া গেছে টিজারে। সব ছাপিয়ে টিজারের আলোচনার কেন্দ্রবিন্দুতে হৃতিক-দীপিকার অন্তরঙ্গ দৃশ্য।

সিনেমায় হৃতিক অভিনয় করছেন স্কোয়াড্রন লিডার শমসের পাঠানিয়া ওরফে প্যাটির চরিত্রে। অনিল গ্রুপ ক্যাপ্টেন রাকেশ জয় সিং ওরফে রকি এবং দীপিকা স্কোয়াড্রন লিডার মিনাল রাঠোর ওরফে মিন্নির ভূমিকায় অভিনয় করছেন।

সিনেমা মুক্তি পাবে আগামী ২৬ জানুয়ারি। ‘ওয়ার’, ‘পাঠান’ সিনেমার পরিচালক সিদ্ধার্থ আনন্দের নতুন সিনেমা ‘ফাইটার’। পরিচালকের এর চিত্রনাট্য লিখেছেন সাবেক সেনা অফিসার রমন চিব। প্রযোজনা করেছে ‘ভায়াকম ১৮ মোশন পিকচার্স’। সিনেমাটিতে করণ সিং গ্রোভার, অক্ষয় ওবেরয়কে দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে।

এর ঘোষণার পর থেকেই কাজ করছে উন্মাদনা। সিদ্ধার্থের সঙ্গে ‘ওয়ার’, ‘ব্যাং ব্যাং’-এর মতো হিট আগেও উপহার দিয়েছেন হৃতিক। আরেকটা ব্যবসাসফল সিনেমার অপেক্ষায় আছেন ভক্তরা।