কুমিল্লাবৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পূজা মন্ডপের আলোকসজ্জার গেট ভাঙচুরের সময় হিন্দু যুবক আটক

প্রতিবেদক
Palash Khandakar
অক্টোবর ১০, ২০২৪ ১২:৫৩ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

ভোলায় পূজা মণ্ডপের আলোকসজ্জার গেট ভাঙচুরের ঘটনায় শিমুল চন্দ্র (৩৫) নামে এক যুবককে আটক করেছে ভোলা সদর থানা পুলিশ। শিমুল চন্দ্র ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মৃত মধুচন্দ্র দের ছেলে।

এ ঘটনায় তাকে আটক করতে পারায় এএসআই মানিককে এক হাজার টাকা পুরস্কার প্রদান করেছেন ভোলার পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।

জানা গেছে, বুধবার সকাল ৭টার দিকে এএসআই মানিক দায়িত্ব পালন করছিলেন। ওই সময়ে শিমুল চন্দ্র ভোলা পৌরসভার ১নং ওয়ার্ডের আবহাওয়া অফিস সংলগ্ন শ্রী শ্রী দুর্গা মাতার মন্দিরের পূজা মণ্ডপ থেকে প্রায় ২০০ গজ দূরের গেট ভাঙচুর করে এবং আলোকসজ্জায় ইট নিক্ষেপ করে। তখন এএসআই মানিক তাকে ঘটনাস্থল থেকে আটক করেন।

এ তথ্য নিশ্চিত করেছেন ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান পাটওয়ারী।

অন্যদিকে, শিমুল চন্দ্রের পরিবারের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তারা উন্নত চিকিৎসার জন্য শিমুলকে পাবনা মানসিক হাসপাতালে নেওয়ার পরিকল্পনা করেছে। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য তারা দুঃখ প্রকাশ করে তার মুক্তির দাবি জানিয়েছে। তবে পুলিশ মানসিক ভারসাম্যহীনতার কোনো প্রমাণ পায়নি।

ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক জানান, ভোলার সকল মানুষের নিরাপত্তা এবং উৎসবগুলোর শান্তিপূর্ণ আয়োজনের জন্য পুলিশ তৎপর রয়েছে। বুধবার সকালেই পূজা মণ্ডপে স্বেচ্ছাসেবী বা দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তি না থাকলেও, পুলিশ কঠোরভাবে দায়িত্ব পালন করে শিমুল চন্দ্রকে আটক করতে সক্ষম হয়েছে।

ভোলা সদর উপজেলার পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোষ ঘোষ শান্ত বলেন, “আবহাওয়া অফিস সংলগ্ন শ্রী শ্রী মাতার মন্দির দুর্গা পূজা মণ্ডপের গেট ভাঙচুরের ঘটনায় হামলাকারীকে আটক করার জন্য এবং পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা জোরদার করার জন্য আমরা জেলা পুলিশকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।”