কুমিল্লাবৃহস্পতিবার, ২৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পিএসএলের শিরোপা জিতে কত টাকা পেল সাকিব-রিশাদের দল

প্রতিবেদক
Palash Khandakar
মে ২৬, ২০২৫ ১২:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বিশ্বরেকর্ড গড়ে চ্যাম্পিয়ন হয়েছে লাহোর কালান্দার্স। শিরোপা নির্ধারণী ফাইনালে কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সকে ৬ উইকেটে হারিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বাধীন দলটি।

রোববার (২৫ মে) গাদ্দাফি স্টেডিয়ামে পিএসএলের দশম আসরের ফাইনালে টস জিতে শুরুতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ২০১ রান তোলে কোয়েট্টা। জবাবে ১৯.৫ ওভারে ৪ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় লাহোর।

পিএসএলের চ্যাম্পিয়ন হিসেবে লাহোর পেয়েছে ১৪ কোটি পাকিস্তানি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি ৫ লাখ টাকার কাছাকাছি। রানার্সআপ হওয়া কোয়েটা গ্লাডিয়েটর্স পেয়েছে ৫ কোটি ৬০ লাখ পাকিস্তানি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৪১ লাখ টাকার বেশি)।

পুরো টুর্নামেন্টে দুর্দান্ত ব্যাটিং করা কোয়েটার ডানহাতি ব্যাটসম্যান হাসান নেওয়াজ হয়েছেন ‘টুর্নামেন্টসেরা খেলোয়াড়’। ৩৯৯ রান করা নেওয়াজ পেয়েছেন ৩০ লাখ পাকিস্তানি রুপি এবং একটি বিদ্যুচ্চালিত গাড়ি, বিওয়াইডি সিল মডেলের। টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান হিসেবেও তিনি পেয়েছেন আরও ৩৫ লাখ রুপি।

এ ছাড়া ৩৫ লাখ রুপি করে অর্থ পুরস্কার পেয়েছেন শাহিন আফ্রিদি (সেরা বোলার), আবদুস সামাদ (সেরা ফিল্ডার), সিকান্দার রাজা (সেরা অলরাউন্ডার), মোহাম্মদ হারিস (সেরা উইকেটকিপার) এবং মোহাম্মদ নাঈম (সেরা উদীয়মান)।

ফাইনালে কোয়েটার ২০১ রান তাড়ায় লাহোরের হয়ে ৩১ বলে ৬২ রানের অপরাজিত ইনিংস খেলেন কুশল পেরেরা। যে ইনিংসের জন্য ফাইনালের সেরা খেলোয়াড় হিসেবে ৫০ লাখ পাকিস্তানি রুপি পেয়েছেন এই শ্রীলঙ্কান।