কুমিল্লাশুক্রবার, ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পাটাতন কর্তৃক কুবিতে জুলাই স্মৃতিস্তম্ভের দাবি ও ডিজাইন প্রস্তাবনা

প্রতিবেদক
Palash Khandakar
জুলাই ১০, ২০২৫ ৭:১৫ অপরাহ্ণ
Link Copied!

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে-(কুবি) জুলাই গণ-অভ্যুথানের স্মরণে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবী জানানো হয়েছে। একইসাথে প্রস্তাবনা করা হয় ৩৮ ফিট উচ্চতা সম্পন্ন একটি স্মৃতিস্তম্ভের নকশা। বিশ্ববিদ্যালয়ের একমাত্র বুদ্ধিবৃত্তিক সংগঠন ‘পাটাতনের’ সৌজন্যে স্মৃতিস্তম্ভের নকশা তৈরি করেন সুলতানা রাজিয়া।

গত মাসে (৩০ এপ্রিল) রেজিস্ট্রার বরাবর একটি লিখিত আবেদন এবং গতকাল (৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের নিকট ৩৮ ফিট উচ্চতা সম্পন্ন ডিজাইনসহ এই প্রস্তাবনা রাখেন তারা।

আবেদনপত্রে উল্লেখ করা হয়েছিলো ‘আন্দোলনের গৌরবগাঁথা ও ত্যাগের স্মৃতির মৌলিক স্বীকৃতি যথেষ্ট নয় বরং তা প্রাতিষ্ঠানিক স্মৃতিস্তম্ভ আকারে সংরক্ষণের দাবী রাখে।’

এ বিষয়ে পাটাতনের সভাপতি মাসুম বিল্লাহ বলেন‚ ‘ জুলাই আন্দোলনকে স্মরণ করে রাখার মতো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোন স্টেকহোল্ডারের কোন উল্লেখযোগ্য পদক্ষেপ চোখে পড়েনি। এজন্য প্রয়োজনবোধ থেকে আমরা পাটাতনের পক্ষ থেকে গ্রাফিতি করেছি, আহতদের নিয়ে সেমিনার করেছি। আমরা অনেক আগেই জুলাই স্মৃতি মিনার তৈরির জন্য মৌখিকভাবে প্রশাসনের নিকট আবেদন করেছিলাম। তারপর এপ্রিল মাসে একটি রেজিস্ট্রার বরাবর একটি আবেদনপত্র প্রদান করি। তারপরও সেখান থেকে কোন আপডেট আমাদের দেয়া হয়নি। সর্বোপরি মৌখিকভাবে কথা বলার পর আমাদেরকে ডিজাইন তৈরি করতে বলা হয়। পরবর্তীতে আমরা নিজেদের উদ্যোগে একটি ডিজাইন তৈরি করি। সর্বোপরি প্রোভিসি ম্যাম আমাদের আশ্বাস দিয়েছেন। আমরাও প্রশাসনকে এ দাবী বাস্তবায়নে সর্বোচ্চ সহায়তা করবো।’