কুমিল্লাবৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানে রেলস্টেশনে বোমা বিস্ফোরণ, ২১ জন নিহত

প্রতিবেদক
Palash Khandakar
নভেম্বর ৯, ২০২৪ ১১:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোয়েটায় একটি রেলস্টেশনে বোমা বিস্ফোরণের ঘটনায় অন্তত ২১ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন।

শনিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কোয়েটা রেলস্টেশন থেকে পেশোয়ারগামী এক্সপ্রেস ট্রেনটি ছাড়ার সময় এই বিস্ফোরণ ঘটে। এ বিষয়ে এক শীর্ষ পুলিশ কর্মকর্তা মুহাম্মদ বালোচ নিশ্চিত করেছেন। রয়টার্সের খবরে এ তথ্য জানানো হয়েছে।

বর্তমানে পাকিস্তান উত্তর-পশ্চিমাঞ্চলে সন্ত্রাসী হামলা এবং দক্ষিণে ক্রমবর্ধমান বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের মোকাবিলা করছে।

সুপারিনটেনডেন্ট অফ পুলিশ অপারেশনস মুহাম্মদ বালোচ বলেন, ‘পেশোয়ারগামী একটি ট্রেন রওনা হওয়ার সময় রেলস্টেশনের ভিতরেই বিস্ফোরণটি ঘটে।’

তিনি জানান, কোনো গোষ্ঠী এখনো এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি।

মুহাম্মদ বালোচ আরও বলেন, বিস্ফোরণটি আত্মঘাতী হামলা বলে সন্দেহ করা হচ্ছে, তবে এখনও তদন্ত চলছে।

নিহতদের সংখ্যা নিশ্চিত করে এসএসপি অপারেশনস বালোচ বলেন, বিস্ফোরণে ২১ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন।

রেলওয়ে কর্মকর্তারা জানান, জাফর এক্সপ্রেস ট্রেনটি সকাল ৯টায় পেশোয়ারের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। সেই সময়েই এই বিস্ফোরণ ঘটে।

কর্মকর্তারা জিও নিউজকে জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।