ডেস্ক রিপোর্ট:
ভারতীয় বিমান বাহিনীর পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি করেছে পাকিস্তান। পাকিস্তানের দাবি অনুযায়ী, ভূপাতিত বিমানগুলোর মধ্যে তিনটি অত্যাধুনিক ফরাসি রাফায়েল জেট, একটি রাশিয়ান মিগ-২৯ এবং একটি সু-৩০ যুদ্ধবিমান রয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম জং গ্রুপ এবং জিও টেলিভিশন নেটওয়ার্কের প্রতিবেদনে বলা হয়েছে, এসব বিমান কেনার জন্য ভারতকে প্রায় ৯৬৩.৩৮ মিলিয়ন মার্কিন ডলার বা ২৭১.৬৭ বিলিয়ন পাকিস্তানি রুপি খরচ করতে হয়েছে।
বর্তমানে একটি রাফায়েল বিমানের মূল্য প্রায় ২৮৮ মিলিয়ন ডলার। ২০২০ সালে ভারত একটি মিগ-২৯ বিমান কিনেছিল প্রায় ৪৮ মিলিয়ন ডলারে। অন্যদিকে, একটি সু-৩০ যুদ্ধবিমানের বাজার মূল্য প্রায় ৫০ মিলিয়ন ডলার।
রাফায়েল জেটের মূল্য নিয়ে ভারত ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ব্যাপক আলোচনা হয়েছে। গত ৪ মে বুলগেরিয়ার সামরিক বাহিনী এবং ভারতের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, এ বছরের ২৮ এপ্রিল ভারত ফ্রান্সের সাথে ২৬টি রাফায়েল বিমান কেনার জন্য ৭.৫ বিলিয়ন ডলারের চুক্তি করেছে। এটি ভারত ও ফ্রান্সের মধ্যে স্বাক্ষরিত সবচেয়ে বড় প্রতিরক্ষা চুক্তি।
একটি রাফায়েল জেটের দাম প্রায় ২৮৮.৪৬ মিলিয়ন ডলার (৮১.৩৪৫ বিলিয়ন পাকিস্তানি রুপি)। তাহলে তিনটি রাফায়েলের দাম দাঁড়ায় ৮৬৫.৩৮ মিলিয়ন ডলার বা ২৪৪.০৪ বিলিয়ন পাকিস্তানি রুপি।
সু-৩০ যুদ্ধবিমানের দাম সম্পর্কে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি, টাইমস নাউ এবং বুলগেরিয়ার সামরিক সূত্রে জানা গেছে, প্রতিটি সু-৩০ এর দাম প্রায় ৫০ মিলিয়ন ডলার (১৪.১ বিলিয়ন পাকিস্তানি রুপি)।
মিগ-২৯ বিমানের ক্ষেত্রে, ভারত প্রতি ইউনিটের জন্য প্রায় ৪৮ মিলিয়ন ডলার (১৩.৫৪ বিলিয়ন পাকিস্তানি রুপি) খরচ করেছে। ২০২০ সালের ৩ জুলাই মস্কো টাইমসের এক প্রতিবেদনে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলা হয়, নয়াদিল্লি ২১টি মিগ-২৯ কেনার জন্য ১ বিলিয়ন ডলার অনুমোদন দিয়েছে, যা প্রতি ইউনিটে প্রায় ৪৮ মিলিয়ন ডলারের সমান।
সূত্র: দ্য নিউজ ইন্টারন্যাশনাল