ডেস্ক রিপোর্ট:
দীর্ঘদিন ধরে ইনজুরিতে ভুগছেন ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার জুনিয়র। এক বছরেরও বেশি সময় পর ইনজুরি কাটিয়ে সৌদি আরবের ক্লাব আল-হিলালের হয়ে মাঠে ফিরলেও দুর্ভাগ্য তার পিছু ছাড়েনি। সেই ম্যাচেই আবারও ইনজুরিতে পড়েন নেইমার, যার ফলে আরও কিছুদিনের জন্য মাঠের বাইরে থাকতে হচ্ছে তাকে।
এই নতুন ইনজুরির পর থেকেই গুঞ্জন শুরু হয়েছে যে, আল-হিলাল ছাড়তে পারেন নেইমার। কেউ বলছেন, তিনি তার শৈশবের ক্লাব সান্তোসে ফিরে যাবেন। আবার কারও মতে, লিওনেল মেসির সঙ্গে ইন্টার মায়ামিতে যোগ দেবেন নেইমার।
তবে নেইমারের ভবিষ্যৎ নিয়ে মুখ খুলেছেন তার এজেন্ট পিনি জাহাভি। তিনি জানিয়েছেন, সান্তোসে ফেরার বিষয়ে নেইমারের সঙ্গে কোনো আলোচনা হয়নি।
সম্প্রতি গুজব ছড়িয়েছিল যে, নেইমার সান্তোসে ফেরার জন্য একটি চুক্তি করেছেন। আল-হিলালে যোগ দেওয়ার পর থেকে ইনজুরিতে ভুগতে থাকা নেইমারের ভবিষ্যৎ নিয়ে এমন জল্পনা তৈরি হয়েছিল। তবে পিনি জাহাভি এই খবরকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন।
বিখ্যাত ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোকে পিনি জাহাভি বলেন, “আল-হিলাল ছাড়ার বিষয়ে নেইমারের সঙ্গে কোনো আলোচনা চলছে না। তিনি এখানে চুক্তিবদ্ধ আছেন এবং সুখেই আছেন। নেইমারের ভবিষ্যৎ নিয়ে কথা বলার অধিকার কেবল নেইমারের বাবা এবং আমার। এই গুজবগুলো কোথা থেকে আসছে, তা আমার জানা নেই।”
যদিও এই গুজব ছড়ানো সাংবাদিক সিজার লুইস মেরলো তার অবস্থানে অটল। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (পূর্বের টুইটার) তিনি লেখেন, “নেইমারের এজেন্ট যা-ই বলুন, আমি আমার প্রকাশিত তথ্যের উপর আস্থা রাখি। সময়ই সত্য প্রকাশ করবে।”
বর্তমানে নেইমার হ্যামস্ট্রিং ইনজুরির কারণে আল-হিলালের স্কোয়াডের বাইরে আছেন। আগামী শনিবার (২৩ নভেম্বর) আল-হিলাল আল-খালিজের বিপক্ষে খেলতে নামবে, তবে নেইমার মাঠে নয়, গ্যালারিতে দর্শক হিসেবেই থাকবেন।