কুমিল্লাবৃহস্পতিবার, ২৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নেইমারকে দলে না রাখা নিয়ে যা বললেন কোচ আনচেলত্তি

প্রতিবেদক
Palash Khandakar
মে ২৭, ২০২৫ ৩:০৯ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

দীর্ঘ আঘাত ও পুনর্বাসনের কষ্ট কাটিয়ে মাঠে ফিরলেও নেইমারকে রাখা হয়নি ব্রাজিলের বিশ্বকাপ বাছাই পর্বের দলে। কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, এখনো পুরোপুরি ম্যাচ ফিট না হওয়ায় তাকে সময় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০২৩ সালের ১৮ অক্টোবর উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচে হাঁটুর গুরুতর আঘাত পান নেইমার। তার ক্রুসিয়েট লিগামেন্ট ও মেনিস্কাস ছিঁড়ে যায়, যার ফলে প্রায় এক বছর মাঠের বাইরে থাকতে হয় এই তারকাকে। আল-হিলালে ফিরে খেললেও আবারও আঘাত তাকে থামিয়ে দেয়। বর্তমানে তিনি ব্রাজিলের ক্লাব সান্তোসে খেলছেন।

গত মার্চে জাতীয় দলে ফেরার সম্ভাবনা তৈরি হলেও আঘাতই বাধা হয়ে দাঁড়ায়। ওই সময় ব্রাজিল কলম্বিয়াকে হারালেও আর্জেন্টিনার কাছে বড় ব্যবধানে হারের পর কোচ দোরিভাল জুনিয়রকে বরখাস্ত করা হয়। নতুন কোচ আনচেলত্তি নেইমারকে নিজের পরিকল্পনায় রাখলেও এবারের দলে তাকে নেননি। দল ঘোষণার সময় আনচেলত্তি বলেন, “এখনকার ফর্ম বিবেচনা করেই খেলোয়াড় বাছাই করা হয়েছে। নেইমার সম্প্রতি আঘাত পেয়েছেন। সবাই জানে, তিনি ব্রাজিলের জন্য কতটা গুরুত্বপূর্ণ—অতীতেও ছিলেন, ভবিষ্যতেও থাকবেন।”

নেইমারকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে তার সঙ্গে কথা বলেছেন আনচেলত্তি। তিনি বলেন, “ব্রাজিল তাকে নিয়ে এগোবে। তিনি বিশ্বকাপ প্রস্তুতির জন্য ব্রাজিলে ফিরে খেলছেন। আমি গত সোমবার (২৬ মে) তাকে বিষয়টি বুঝিয়ে বলেছি, আর তিনি এতে সম্মত হয়েছেন। আমরা এভাবেই চলছি।”

আঘাতের কারণে নেইমার ছাড়াও জোয়েলিনটন, রদ্রিগো, এদারসন ও মিলিতার মতো তারকারাও দলে জায়গা পাননি। আনচেলত্তি জানান, আঘাতগ্রস্ত খেলোয়াড়দের বাদ দিতেই হয়েছে। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে তিনি এখন থেকেই দল গুছিয়ে নিচ্ছেন, তবে নেইমারকে নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনা অপরিবর্তিত রয়েছে। আনচেলত্তি যোগ করেন, “দুর্ভাগ্যবশত এখন অনেক খেলোয়াড়ই আঘাতে ভুগছেন, যার ফলে তারা দলে নেই। নেইমারও তাদের একজন। তবে আমি এটাই বলতে চাই, ব্রাজিলে অনেক মেধাবী খেলোয়াড় আছেন, আর নেইমারের ক্ষেত্রে আমরা তার উপর আস্থা রাখি।”