কুমিল্লাশুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচিত সরকারের মাধ্যমে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে হবে: খসরু

প্রতিবেদক
Palash Khandakar
এপ্রিল ৯, ২০২৫ ৩:৫৫ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচিত সরকারের মাধ্যমেই দেশে গণতান্ত্রিক ধারা বজায় রাখা সম্ভব।

বুধবার (৯ এপ্রিল) দুপুরে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত একটি ‘বিনিয়োগ সম্মেলন’ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিএনপির রাজনীতিই হলো বিনিয়োগবান্ধব রাজনীতি। বাংলাদেশের গার্মেন্টস শিল্প ও বেসরকারি খাতে যে উন্নয়ন দেখা যাচ্ছে, তা আমাদের নীতির ফলেই সম্ভব হয়েছে।’

বিএনপির শাসনামলে দেশে উচ্চ প্রবৃদ্ধি অর্জিত হয়েছিল উল্লেখ করে এই নেতা বলেন, ‘বিএনপি ক্ষমতা ছাড়ার সময় (২০০৬ সালে) বাংলাদেশের প্রবৃদ্ধি ছিল ৭.০৬ শতাংশ। সেই ধারা বজায় রাখা হলে আজ দেশে ১০ শতাংশের বেশি প্রবৃদ্ধি হতো। কিন্তু পরবর্তীতে এই অর্জন ধ্বংস করা হয়েছে।’

বিনিয়োগ সম্মেলনে এক বক্তার উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ‘ওখানে একজন বলেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়া চলমান থাকলে অর্থনীতি শক্তিশালী হয়। তাই আমাদের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে হবে।’

তিনি আরও যোগ করেন, ‘গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করতে হবে এবং তা অবশ্যই নির্বাচনের মাধ্যমে, নির্বাচিত সরকারের মাধ্যমেই টিকিয়ে রাখতে হবে। বিনিয়োগকারীরা গণতান্ত্রিক পরিবেশেই বেশি আস্থা রাখে। তারা চায় গণতন্ত্রের ধারা অব্যাহত থাকুক, কারণ তখনই তাদের বিশ্বাস বাড়ে।’