কুমিল্লাশুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচন হওয়ার আগে বেশ কিছু সংস্কার প্রয়োজন: প্রধান উপদেষ্টা

প্রতিবেদক
Palash Khandakar
নভেম্বর ১৪, ২০২৪ ১২:১৪ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

স্বৈরাচারী সরকার প্রধান শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে নতুন সরকারের নির্বাচন হওয়ার আগে বেশ কিছু সংস্কার প্রয়োজন বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১৩ নভেম্বর) বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

শান্তিতে নোবেলজয়ী ও মাইক্রোফাইন্যান্সের অগ্রদূত ড. ইউনূস কপ-২৯ জলবায়ু সম্মেলনে যোগ দিতে আজারবাইজানের রাজধানী বাকুতে অবস্থান করছেন। সম্মেলনের ফাঁকে তিনি এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “সংস্কারের গতি নির্ধারণ করবে নির্বাচন কত দ্রুত হবে।” তবে তিনি প্রতিশ্রুতি দেন, দেশের জন্য গণতান্ত্রিক ভোটের পথ নিশ্চিত করবেন।

ড. ইউনূস বলেন, “এটা আমাদের প্রতিশ্রুতি। যত দ্রুত সম্ভব আমরা প্রস্তুত হব, তত দ্রুত নির্বাচন আয়োজন করা হবে। নির্বাচিত প্রতিনিধিরা দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করতে পারবেন।”

তিনি আরও উল্লেখ করেন, সংবিধান, সরকার, সংসদ ও নির্বাচনী নিয়মাবলীর সংস্কারের বিষয়ে দ্রুত ঐকমত্যে পৌঁছানো জরুরি। “আমরা অন্তর্বর্তী সরকার, তাই আমাদের সময়কাল যত কম হবে ততই ভালো,” তিনি বলেন।

গত আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের জেরে শেখ হাসিনা ক্ষমতা হারালে ড. ইউনূস দেশের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

গত জুলাইয়ে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে ছাত্রদের আন্দোলন ধীরে ধীরে সরকার পতনের একদফায় রূপ নেয়। ছাত্রদের সঙ্গে সাধারণ মানুষ রাজপথে নামলে আন্দোলনটি গণঅভ্যুত্থানে পরিণত হয়। ৫ আগস্ট ছাত্র-জনতার চাপের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে গেলে তার ১৫ বছরের শাসনের অবসান ঘটে।

এই আন্দোলনের সময় পুলিশের দমন-পীড়নে ৭০০ জনের বেশি মানুষ নিহত এবং হাজার হাজার মানুষ আহত হন।

হাসিনার ক্ষমতাচ্যুতির পর দেশজুড়ে অস্থিরতা দেখা দেয়। এ বিষয়ে ড. ইউনূস বলেন, “যেকোনো সরকারই স্থিতিশীলতার বিষয়ে সচেতন থাকে, আমরাও তাই। আশা করছি, আইনশৃঙ্খলা বজায় রেখে শান্তিপূর্ণ সমাধান সম্ভব হবে।”